Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7467
প্রশ্নঃ বৈশ্বিক শান্তি সূচক ২০১৯ অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উঃ আইসল্যান্ড।

প্রশ্নঃ বৈশ্বিক শান্তি সূচক ২০১৯ অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন দেশ কোনটি?
উঃ আফগানিস্তান।

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯ অনুযায়ী বিশ্বের কোন দেশে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে?
উঃ যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯ অনুযায়ী বিশ্বের কোন দেশ সর্বাধিক বিদেশি বিনিয়োগ করেছে?
উঃ চীন।

প্রশ্নঃ OIC এর ১৪ তম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ৩১ মে ২০১৯ সালে, সৌদি আরবের মক্কায়।

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনের সভাপতি নির্বঅচিত হন কে?
উঃ ভারতের মানু স্বাহানি।

প্রশ্নঃ ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় কে কে?
উঃ পুরুষ-রাফায়েল নাদাল (স্পেন) এবং নারী- অ্যাশলেই বার্টি ( অস্ট্রেলিয়া)।

প্রশ্নঃ প্রথম Global Refugee Forum কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ ১৭-১৮ ডিসেম্বর ২০১৯ সালে, সুইজারল্যান্ডের জেনেভায়।

প্রশ্নঃ নরেন্দ্র কোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
উঃ ৩০ মে, ২০১৯ সালে।

প্রশ্নঃ ভারতের বর্তমান ও প্রথম নারী অর্থমন্ত্রী কে?
উঃ নির্মলা সীতারাম।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9869 Views
    by raihan
    0 Replies 
    10134 Views
    by raja
    0 Replies 
    10377 Views
    by tamim
    0 Replies 
    13148 Views
    by tamim
    0 Replies 
    6317 Views
    by raihan

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]