Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7395
১. নিউজিল্যান্ডর প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল কে?
উঃ ডেম সিনডি কিরো।
২. ৮ অক্টোবর ২০২১ বৈশ্বিক করপোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?
উঃ ১৩৬টি।
৩. ২০ অক্টোবর ২০২১ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন?
উঃ TRUTH Social।
৪. বিশ্বব্যাপী ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত কোনটি?
উঃ তুলা।
৫. দারিদ্র্য কত ভাবে নির্ণয় করা হয়?
উঃ দুই ভাবে- আয় দিয়ে ও বহুমাত্রিক দারিদ্র্যসূচক দিয়ে।
৬. পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে?
উঃ আবদুল কাদির খান।
৭. মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উঃ ২ অক্টোবর ২০২১।
৮. ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট কতটি পরমাণু বোমা রয়েছে?
উঃ ৩,৭৫০টি।
৯. চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA) নতুন কেনা শাখা খোলে?
উঃ চীনা মিশন সেন্টার (CMC)।
১০. ৩৮ ও ৩৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ বন্দর সেরি বেগওয়ান, ব্রুনাই।
১১. ৩০-৩১ অক্টোবর ২০২১ জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ রোম, ইতালি।
১২. সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজতে যায় কোন মহাকাশযান?
উঃ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ’লুসি’।
১৩. প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যান?
উঃ রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্দ ও পরিচালক ক্লিম শিপেঙ্কো।
১৪. ২০২২ সালের কাতার বিশ্বকাপে বাছাইপর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে কোন দেশ?
উঃ জার্মানি।

নোবেল পুরস্কার
১৫. সাহিত্য নোবেলজয়ী তৃতীয় মুসলিম ও প্রথম কৃষ্ণাঙ্গ মুসলিম কে?
উঃ আবদুলরাজাক গুরনাহ।
১৬. প্রথম নারী সাংবাদিক হিসেবে নোবেল জয় করেন কে?
উঃ মারিয়া রেসা।
১৭. এখন পর্যন্ত কতজন নারী শান্তিতে নোবেল পেয়েছেন?
উঃ ১৮ জন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    224 Views
    by raihan
    0 Replies 
    181 Views
    by mousumi
    0 Replies 
    810 Views
    by rana
    0 Replies 
    582 Views
    by tamim
    0 Replies 
    399 Views
    by tamim

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]