Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7160
১. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ পর্বতমালা।
২. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী?হিমালয়।
৩. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? মাউন্ট এভারেস্ট।
৪. আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? ইউরোপে।
৫. আন্দিজ পর্বতমালা পৃথিবীর কোন মহাদেশ অবস্থিত? দক্ষিণ আমেরিকা।
৬. হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থিত একটি পর্বতমালা।
৭. কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপাল।
৮. মাউন্ট কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশের (এটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত)
৯. কারাকোরাম পর্বত মাউন্ট গডউইন-অস্টিন(কে টু) নামে পরিচিত।অনেকে একে ছগোরি নামেও অভিহিত করে।মাউন্ট এভারেস্টের পর কারাকোরাম হল বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত।
১০. ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? নেপাল।
১১. মাউন্ট ফুজিয়ামা কোথায় অবস্থিত? জাপান।
১২. Adam's Peak তীর্থ স্থানটি কোথায় অবস্থিত? শ্রীলংকা (আদম চূড়া বা শ্রী পদ বা পবিত্র পদচিহ্ন, শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান। এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম -এর)
১৩. মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে।
১৪. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? নেপাল ও চীন সাম্প্রতিক সময়ে নতুন করে উচ্চতা মেপেছে।এত দিন এর উচ্চতা জানা ছিল ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৮ ফুট। কিন্তু নতুন করে এভারেস্টর উচ্চতা পরিমাপের পর জানা গেল, এই পর্বতশৃঙ্গের উচ্চতা আসলে ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার বা ২৯ হাজার ৩১ দশমিক ৬৯ ফুট। অর্থাৎ আগের হিসাবের চেয়ে এভারেস্ট প্রায় ১ মিটার বা ৩ ফুট উঁচু।
১৫. এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়?১৯৫৩ সালে।
১৫. এভারেস্ট জয়ী প্রথম ::: (পুরুষ এডমন্ড হিলারি, নিউজিল্যান্ড, তেনজিং নরগে, নেপাল)
১৬. এভারেস্ট জয়ী প্রথম মহিলা-জুনকো তাবেই, জাপান, ১৯৭৫।
১৭. এভারেস্ট জয়ী প্রথম বাঙালি? সত্যব্রত দাস, ভারত।
১৮. এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী? মুসা ইব্রাহিম ২৩ ই মে ২০১০।
১৯. এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে? নিশাত মজুমদার।
২০. নিশাত মজুমদার কত তারিখে এভারেস্ট চূড়ায় পা রাখেন? ১৯ শে মে ২০১২।
২১. এভারেস্টের চূড়ায় আরোহণকারী দ্বিতীয় বাংলাদেশি? এমএ মুহিত (তিনি দুই পথে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী)
২২. সর্বকনিষ্ঠ বাংলাদেশি ও দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট শৃঙ্গ জয় করেন? ২৬ মে ২০১২।
২৩. ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি হিসেবে সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ (সেভেন সামিট) জয় করেন.
২৪. টাইগার হিল কোথায়? দার্জিলিং এ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    22880 Views
    by shanta
    0 Replies 
    149 Views
    by raihan
    0 Replies 
    122 Views
    by masum
    0 Replies 
    720 Views
    by shanta
    0 Replies 
    438 Views
    by sajib

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]