Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7157
১. বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? নিউইয়র্ক।
২. কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগো।
৩. নিষিদ্ধ দেশ? তিব্বত।
৪. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমি।
৫. কাকে ভূস্বর্গ বলা হয় ?কাশ্মীরকে।
৬. শ্বেত হস্তির দেশ নামে পরিচিত ?থাইল্যান্ড।
৭. কোন নগরকে গোলাপী শহর বলা হয়? জয়পুর।
৮. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরীকে? জোহান্সবার্গ।
৯. সোনালী তোরণের শহর কোনটি? সান ফ্রান্সিসকো।
১০. কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ?ফিনল্যান্ড।
১১. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে? জাপান।
১২. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? নরওয়ে।
১৩. কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? নরওয়ে.
১৪. পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?জেরুজালেম।
১৫. সকাল বেলার শান্তি বলা হয় কোনটিকে? কোরিয়াকে।
১৬. ম্যাপল পাতার দেশ কোনটি? কানাডা।
১৭. কোন দেশটি বজ্রপাতের দেশ নামে পরিচিত? ভুটান।
১৮. ল্যান্ড অফ মার্বেল বলা হয় কোন দেশকে? ইতালি.
১৯. কোন শহরকে সাত পাহাড়ের দেশ বলা হয়? রোম।
২০. সিল্ক রুটের দেশ বলা হয়? ইরান।
২১. নীরব খনির দেশ কোনটি? বাংলাদেশ।
২২. সোনালী দেশ ?বাংলাদেশ।
২৩. বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা।
২৪. নিষিদ্ধ দেশ বলা হয় ?তিব্বতকে।
২৫. চির সবুজের দেশ? নাটাল।
২৬. কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়ন এর শস্যভান্ডার বলা হতো ?ইউক্রেন।
২৭. সমুদ্রের বধু এই ভৌগলিক উপাদান টি কোন দেশের? গ্রেট ব্রিটেন।
২৮. বাজারের শহর বলা হয় কোন শহরকে ?কায়রো।
২৯. City of flowering trees বলা হয় কোন শহরকে? হারারে।
৩০. নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? শিকাগো।
৩১. কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়? প্যারিস.
৩২. দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ কোনটি? ইকুয়েডর।
৩৩. চির বসন্তের নগরী ?কীটো।
৩৪. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত? রোম।
৩৫. নিম্নের কোন শহরটিকে ঝরনার শহর বলা হয়? তাসখন্দ।
৩৬. পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি? হেগ।
৩৭. দ্য সিটি অফ ড্রিমস নামে পরিচিত কোন শহর? মুম্বাই।
৩৮. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশটিকে? সুইজারল্যান্ড.
৩৯. প্রাচ্যের ভেনিস কোনটি? ব্যাংকক.
৪০. উত্তরের ভেনিস বলা হয়? স্টকহোম.
৪১. সম্মেলনে শহর বলে খ্যাত? জেনেভা.
৪২. ইউরোপের দ্বার বলা হয়? ভিয়েনা.
৪৩. কোনটিকে ইউরোপের রণক্ষেত্র বলা হয়? বেলজিয়াম.
৪৪. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়াম.
৪৫. কোন দেশকে মুক্তার দেশ বলা হয়? কিউবা।
৪৬. বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনি.
৪৭. কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত? নিউইয়র্ক।
৪৮. আইসল্যান্ড হলো ?আগুনের দ্বীপ।
৪৯. ভারতের কোন শহরকে ওয়াইফাই শহর বলা হয়? ব্যাঙ্গালোর।
৫০. রুটির ঝুড়ি বলা হয়? প্রেইরি অঞ্চলকে।
৫১. আফ্রিকার সাব-সাহারা অঞ্চল কে কি নামে অভিহিত করা হয়? সাহেল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    148 Views
    by raihan
    0 Replies 
    121 Views
    by masum
    0 Replies 
    719 Views
    by shanta
    0 Replies 
    22876 Views
    by shanta
    0 Replies 
    55 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]