Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
By mousumi
#7151
চীন
-চীনের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে ‘ভাইরাস পাসপোর্ট’ নামে ডিজিটাল স্বাস্থ্য সনদ কর্মসূটি চালু করেছে চীন । করোনা প্রতিরোধে এ ধরনের পদক্ষেপ বিশ্বে এটাই প্রথম । ৮ মার্চ ২০২১ এই ডিজিটাল সনদ চালু করে দেশটি ।
-হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে ১১ মার্চ ২০২১ একটি প্রস্তাব পাস করে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস (NPC) । এ প্রস্তাব অনুসারে হংকংয়ের কারা প্রার্থী হবে , তা নিয়ন্ত্রণ করতে পারবে চীন । ১ জুলাই ১৯৯৭ চীনের নিয়ন্ত্রণে আসার পর এ প্রথম হংকংয়ের নির্বাচনী ব্যবস্থায় এতো পরিবর্তন আনা হয় ।

-বৈবাহিক জীবনে ঘরের কাজ করার জন্য স্ত্রীকে অর্থ পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দেন বেইজিংয়ের এক আদালত । ২০২১ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে বেইজিংয়ের ফ্যাংশান ডিস্ট্রিক কোর্ট নামের একটি বিবাহবিচ্ছেদ আদালত এ রায় দেন । রায় মোতাবেক ঐ নারী তার পাঁচ বছরের বৈবাহিক জীবনে গৃহকর্মের জন্য ৫০,০০০ ইউয়ান পাবেন । বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬,৫০,০০০ টাকার বেশি । ২০২১ সালেই চীনে নতুন দেওয়ানি আইন চালু করা হয় । সেই আইনের আলোকে এ রায় দেন আদালত ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]