Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7070
১. প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল?
উ: ২৮ জুলাই ,১৯১৪ থেকে ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত।
২. প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি?
উ: সার্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম ,ব্রিটেন,রাশিয়া, যুক্তরাষ্ট্র ,চীন ,জাপান এবং ইতালি।
২. প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি?
উ: অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া।
৪. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কোন চুক্তির মাধ্যমে?
উ: ভার্সাই চুক্তি।
৫. ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?
উ: ১৯১৯ সালে।
৬. ভার্সাই নগরী অবস্থিত?
উ: ফ্রান্সে।
৭. প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? উ
উ: ড্রো উইলসন।
৮. প্রথম বিশ্বযুদ্ধে প্রেক্ষিতে গঠিত হয় ?
উ: জাতিপুঞ্জো।

"দ্বিতীয় বিশ্বযুদ্ধ"
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল?
উ: ১ সেপ্টেম্বর ১৯৩৯ থেকে ২ সেপ্টেম্বর ১৯৪৫।
২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি?
উ: ব্রিটেন ,ফ্রান্স, চীন,যুক্তরাষ্ট্র ,পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন ও বেলজিয়াম।
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি?
উ: জার্মানি, জাপান ও ইতালি।
৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল?
উ: মিত্র শক্তির বিজয় এবং জাতিসংঘ প্রতিষ্ঠিত।
৫. হিটলার কর্তৃক কোন দেশে আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ?
উ: পোল্যান্ড।
৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারবার আক্রমণ করেছিল কোন দেশ ?
উ: জাপান(৭ ই ডিসেম্বর ১৯৪১ সালে জাপান যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের পাল হারবার আক্রমণ করে, ফলে ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সরাসরি বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ১১ ডিসেম্বর জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে)
৭. VE-Day কিসের সাথে জড়িত ?
উ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ (৮ ই মে ১৯৪৫ সালে জার্মান বাহিনী মিত্র বাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে। এই দিনটিকে ভিক্টরি ইন ইউরোপ ডে হিসেবে আখ্যায়িত করা হয়।
৮. D day কবে?
উ: ৬ ই জুন(৬ জুন ১৯৪৪ সালে ইউরোপের মূল ভূখণ্ড জার্মান দখলমুক্ত করার জন্য মিত্র বাহিনীর বিপুল সংখ্যক সেনা ফ্রান্সের নর মান্ডিতে দিতে অবতরণ করে এবং সামরিক অভিযান চালায়)
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন?
উ: রুজভেল্ট
১০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন?
উ:স্ট্যালিন।
১১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি নেতৃত্ব দিয়েছিলেন?
উ: জেনারেল জোসেফ।
১২. কে ডেজার্ট ফক্স নামে পরিচিত?
উ:ফিল্ড মার্শাল রোমেল(‘ডেজার্ট ফক্স’ বা ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত, একজন জার্মান ফিল্ড মার্শাল)
১৩. প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল?
উ: জাপানে (১৯৪৫ সালের ৬ ই আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নামে পারমাণবিক বোমা ফেলা হয়, ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকিতে ফ্যাট ম্যান নামে পারোমানিক বোমা ফেলা হয়)
১৪. যুক্তরাষ্ট্রে তৎকালীন প্রেসিডেন্ট যিনি জাপানে আণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন?
উ: হ্যারি ট্রুম্যান।
১৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ নিঃশর্ত আত্মসমর্পণ করে?
উ: জার্মানি।
১৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির?
উ: নুরেমবার্গে।
১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্রাঙ্ক কোথায় লুকিয়ে থেকে তার বিখ্যাত ডাইরি লিখেন?
উ: হল্যান্ডে।
১৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের স্মরণে জাপানের নাগাসাকিতে নির্মিত?
উ: Statue of peace.
১৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের স্মরণে জাপানের ওকিনাওয়ায় নির্মিত?
উ: Cornerstone of peace.
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]