Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6980
১. রেনেসাঁর সূত্রপাত ঘটে যে নগরীতে - ইতালির ফ্লোরেন্সে।
২. ‘ফরাসি বিপ্লবের শিশু’ বলা হয় - নেপোলিয়নকে।
৩. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল - গেস্টাপো।
৪. বর্তমানে NATO’র সদস্য দেশ - ৩০টি।
৫. বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় - ১৯৮৯ সালে।
৬. ইতিহাসখ্যাত ‘ট্রয়’ নগরী অবস্থিত - তুরস্কে।
৭. সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়েছিল - চীনে।
৮. রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল - ১০ দিন।
৯. ইরানে ইসলামিক রেভ্যুলিউশন সংঘটিত হয় - ১৯৭৯ সালে।
১০. ‘আধুনিক তুরস্কের জনক’ বলা হয় - মোস্তফা কামাল পাশাক্
১১. আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ - রাশিয়া।
১২. Promises to keep; On Life and Politics বইটির রচয়িতা- জো বাইডেন।
১৩. ’কন্ট্রা’ বিদ্রোহী যে দেশের - নিকারাগুয়া।
১৪. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম - মোসাদ।
১৫. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম - Line of Actual Control ( LAC) ।
১৬. আরব-ইসরাইল যুদ্ধ হয় - ৪ বার।
১৭. ‘রাজা মরে না’ - উক্তিটি যে দেশের সংবিধানে উল্লেখ আছে - গ্রেট ব্রিটেন।
১৮. মার্কিন ডলারকে বলা হয় - গ্রিনব্যাক।
১৯. বাথ যে দেশের মুদ্রার নাম - থাইল্যান্ড।
২০. গ্রিনল্যান্ড যে মহাদেশে অবস্থিত - উত্তর আমেরিকা।
২১. শাত-ইল-আরব জলপথ অবস্থিত - পারস্য উপসাগরে।
২২. যুক্তরাষ্ট্র যে অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে - লুইসিয়ানা।
২৩. OIC-এর দাপ্তরিক ভাষার সংখ্যা - ৩টি।
২৪. সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় - ১০ ডিসেম্বর ১৯৪৮।
২৫. Sunshine Policy-এর সাথে যে দুটি দেশ জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
২৬. V-20 গ্রুপ যে বিষয়ের সাথে সম্পর্কিত - জলবায়ু পরিবর্তন্
২৭. ২০২১ সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-26) কোথায় অনুষ্ঠত হবে - গ্লাসগো, স্কটল্যান্ড।
২৮. কার্টাগেনা প্রটোকল হচ্ছে - জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি।
২৯. UNEP’র সদর দপ্তর কোথা - নাইরোবি, কেনিয়া।
৩০. বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ - চীন।
৩১. প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে দায়ী - মানুষ।
৩২. Fridays for Future আন্দোলনের উদ্যোক্তা - গ্রেটা থানবার্গ।
৩৩. Green peace যে দেশভিত্তিক পরিবেশ সংস্থা- নেদারল্যান্ডস।
৩৪. নাগার্নো-কারাবাখ যে অঞ্চলের বিতর্কিত ভূখণ্ড - দক্ষিণ ককেশাস।
৩৫. সম্প্রতি যে দেশে কৃষক বিদ্রোহ সংঘটিত হয় - ভারত।
৩৬. টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব - ২০২০ নির্বাচিত হন - মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
৩৭. জাতিসংঘের জীববৈচিত্র্য দশক - ২০১১-২০২০।
৩৮. ২০২০ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য - প্রজন্ম হোক সমতার, সফল নারীর অধিকার।
৩৯. সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে - সৌদি আরবের মদিনা নগরী।
৪০. জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম - ইয়োশিহিদে সুগা।
৪১. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - কাতারে।
৪২. ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়া।
৪৩. জাতিসংঘের পতাকার রং - নীল ও সাদা।
৪৪. ESCAP -এর সদর দপ্তর - ব্যাংকক, থাইল্যান্ড।
৪৫. ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত - ব্রাসেলস, বেলজিয়াম।
৪৬. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - ১৯৬১ সালে, বেলগ্রেড।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]