- Sun Mar 28, 2021 3:47 pm#6880
১ জুলাই ২০২০ চীন হংকংয়ে নতুন নিরাপত্তা আইন চালুর পর বিশেষ ভিসা প্রক্রিয়ার ঘোষণা দেন, হংকংয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ভিসা দিচ্ছে যুক্তরাজ্য। সে মোতাবেক ৩১ জানুয়ারি ২০২১ হংকংয়ের বাসিন্দাদের জন্য সেই বিশেষ ভিসা ব্যবস্থা চালু করে যুক্তরাজ্য। এ ব্যবস্থার আওতায় হংকংয়ের যে কোনো ব্রিটিশ ন্যাশনাল ওভারসিস (BNO) পাসপোর্টধারী এবং তাদের স্বজনরা যুক্তরাজ্যে বসবাস ও কাজের অনুমতি পাবে। আর এমন ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। পাঁচ বছর পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে তারা। তবে যাওয়ার সময় তাদের অন্তত ছয় মাস সেখানে নিজেদের ও তাদের ওপর নির্ভরশীলদের খরচ চালানোর সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। চীন শুরু থেকেই এ ভিসার বিরোধীতা করে আসছে। ২৯ জানুয়ারি ২০২১ চীন BNO পাসপোর্টের স্বীকৃতি বাতিলের ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী BNO পাসপোর্ট ব্যবহার করে হংকংয়ের বাসিন্দারা ৩১ জানুয়ারি ২০২১ থেকে আর যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না।