Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6867
১. সবচেয়ে কমবয়সী নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে?
উ: জেসমিন হ্যারিসন (যুক্তরাজ্য); ২১ বছর।
২. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো অভিশংসন দণ্ড থেকে অব্যাহতি পান কবে?
উ: ১৩ ফেব্রুয়ারি ২০২১।
৩. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তৃতীয় প্রধান প্রসিকিউটর কে?
উ: করিম খান কিউসি (যুক্তরাজ্য)।
৪. ১১ ফেব্রুয়ারি ২০২১ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের সময় বৃদ্ধি করে কোন দেশ?
উ: অ্যাঙ্গোলা (১২ফেব্রুয়ারি ২০২১ উত্তরণের সময় নির্ধারিত থাকলেও এখন উত্তরণ ঘটবে ১২ ফেব্রুয়ারি ২০২৪)।
৫. ২৪ জানুয়ারি ২০২১ ইসরাইল কোন আরব দেশে দূতাবাস উন্মুক্ত করে?
উ: সংযুক্ত আরব আমিরাত।
৫. ৬ ফেব্রুয়ারি ২০২১ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল’ রিভিউয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উ: মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাসান শাহাওয়ী।
৬. মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে?
উ: লে. জেনারেল মিন্ট সুয়ে।
৭. মিয়ানমারের সামরিক জান্তা State Administration Council (SAC) গঠন করে কবে?
উ: ২ ফেব্রুয়ারি ২০২১।
৮. EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
উ: নরওয়ে।
৯. EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উ: উত্তর কোরিয়া।
১০. EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উ: ৭৬তম।
১১. টি-শার্ট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উ: চীন ( বাংলাদেশের অবস্থান দ্বিতীয়)।
১২. ২৭ জানুয়ারি ২০২১ বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু করে?
উ: ৫৪তম।
১৩. বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উ: রুনু ভেরোনিকা কস্তা।
১৪. বাংলাদেশে করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হয় কবে?
উ: ৭ ফেব্রুয়ারি ২০২১।
১৫. বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ-এর নাম কী?
উ: সুরক্ষা।
১৬. বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু করে কোন দেশ?
উ: যুক্তরাজ্য; ৮ ডিসেম্বর ২০২০।
১৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন কোন প্রতিষ্ঠানের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়?
উ: ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।
১৮. ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উ: পুরুষ-নোভাক জোকোভিচ (সার্বিয়া) ও নারী-নাওমি ওসাকা (জাপান)।
১৯. ২০২১ সালে প্রবর্তিত প্রথম ICC Player of the Month বিজয়ী কে?
উ: যথাক্রমে পুরুষ ঋষভ পন্ত (ভারত) এবং নারী শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)। তারা ২০২১ সালের জানুয়ারি মাসের জন্য মনোনীত হন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]