Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6843
১.দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
-কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।
২.নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি কে?
-প্রধানমন্ত্রী।
৩.আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবি কী?
-পরিচালক।
৪.ক্যাসিনো কোন ভাষার শব্দ?
-ইতালীয়।
৫.বিশ্বের দ্বিতীয় ফুসফুস হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?
-আফ্রিকার বনাঞ্চল।
৭.সিয়াচেন হিমবাহ কী?
-কাশ্মীরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন।
৮.১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের দায়িত্ব ছিল কতদিন?
-৬দিন।
৯.আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম প্রধান নারী অর্থনীতিবিদ কে?
-গীতা গোপীনাথ।
১০.যে দেশের উদ্ভিদ বিজ্ঞানীরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছেন কোন দেশ?
-চীন।
১১.ওপেক এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১৪টি।
১২.সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর বর্তমান সদস্য দেশ কতটি?
-৮টি।
১৩.আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর বর্তমান সদস্য কত?
-২০৬ জন।
১৪.জোট নিরপেক্ষ আন্দোলন এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১২০টি।
১৫.ন্যাটো এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-২৯টি।
১৬.বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কতটি?
-৪৫টি।
১৭.পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বাস করে কতটি?
-১১টি।
১৮.সংসদ সদস্যরা সংসদে যে বিল উত্থাপন করেন –
-বেসরকারি বিল।
১৯.আদালতের কোনো এখতিয়ার নেই –
-রাষ্ট্রপতির উপর
২০.জাতীয় সংসদের প্রতীক কী?
-শাপলা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    7383 Views
    by tamim
    0 Replies 
    5448 Views
    by afsara
    0 Replies 
    2939 Views
    by rana
    0 Replies 
    5588 Views
    by rana
    0 Replies 
    2084 Views
    by rajib

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]