- Tue Feb 23, 2021 11:41 am#6706
১.ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
-ড. রাজেন্দ্র প্রসাদ।
২.প্রথম মুসলিম এবং দেশটির তৃতীয় রাষ্ট্রপতির নাম কী?
-ড. জাকির হোসেন।
৩.ভারতের প্রথম বাঙালি ও ১৩তম রাষ্ট্রপতির নাম কী?
-প্রণব কুমার মুখার্জী।
৪.ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
-প্রতিভা পাতিল
৫.উইংস অব ফায়ার আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক কে?
-এ পি জে আবদুল কালাম
৬.দু’মেয়াদে নির্বাচিত ভারতের উপ-রাষ্ট্রপতি কে কে?
-ড. সর্বেপল্লি রাধাকৃষ্ণান ও মোহাম্মদ হামিদ আনসারি।
৭.ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?
-উপ-রাষ্ট্রপতি ।
৮.রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?
-৩৫ বছর।
৯.রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
-৫ বছর
১০.রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
-রাষ্ট্রপতি ভবন
১১.রাষ্ট্রপতি ভবনের পূর্বনাম কি ছিল?
-ভাইসরয় হাউস
১২.ভাইসরয় হাউসের নাম পরিবর্তন করে রাষ্ট্রপতি ভবন করা হয় কখন?
-২৬ জানুয়ারি ১৯৫০।
ভারতের প্রধানমন্ত্রী
১.ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
-পন্ডিত জওহরলাল নেহেরু।
২.ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-ইন্দিরা গান্ধী।
৩.কে উপমহাদেশের রাজনীতিতে লৌহমানবী বলে খ্যাত?
-ইন্দিরা গান্ধী।
৪.ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
-রাজিব গান্ধী
৫.ভারতের কোন দুজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন?
-এইচ ডি দেবগৌড়া এবং নরেন্দ্র মোদি।
৬.ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম কী?
-এয়ার ইন্ডিয়া বোয়িং ।
৭.ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
-পঞ্চবটী।
-ড. রাজেন্দ্র প্রসাদ।
২.প্রথম মুসলিম এবং দেশটির তৃতীয় রাষ্ট্রপতির নাম কী?
-ড. জাকির হোসেন।
৩.ভারতের প্রথম বাঙালি ও ১৩তম রাষ্ট্রপতির নাম কী?
-প্রণব কুমার মুখার্জী।
৪.ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
-প্রতিভা পাতিল
৫.উইংস অব ফায়ার আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক কে?
-এ পি জে আবদুল কালাম
৬.দু’মেয়াদে নির্বাচিত ভারতের উপ-রাষ্ট্রপতি কে কে?
-ড. সর্বেপল্লি রাধাকৃষ্ণান ও মোহাম্মদ হামিদ আনসারি।
৭.ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?
-উপ-রাষ্ট্রপতি ।
৮.রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত?
-৩৫ বছর।
৯.রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
-৫ বছর
১০.রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
-রাষ্ট্রপতি ভবন
১১.রাষ্ট্রপতি ভবনের পূর্বনাম কি ছিল?
-ভাইসরয় হাউস
১২.ভাইসরয় হাউসের নাম পরিবর্তন করে রাষ্ট্রপতি ভবন করা হয় কখন?
-২৬ জানুয়ারি ১৯৫০।
ভারতের প্রধানমন্ত্রী
১.ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
-পন্ডিত জওহরলাল নেহেরু।
২.ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-ইন্দিরা গান্ধী।
৩.কে উপমহাদেশের রাজনীতিতে লৌহমানবী বলে খ্যাত?
-ইন্দিরা গান্ধী।
৪.ভারতের কোন প্রধানমন্ত্রী বোফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
-রাজিব গান্ধী
৫.ভারতের কোন দুজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন?
-এইচ ডি দেবগৌড়া এবং নরেন্দ্র মোদি।
৬.ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম কী?
-এয়ার ইন্ডিয়া বোয়িং ।
৭.ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
-পঞ্চবটী।