Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6661
১.বর্তমান বিশ্বে ঋণ প্রদানকারী শীর্ষ দেশ কোনটি?
-জাপান
২.দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?
-নীলফামারী
৩.যুক্তরাষ্ট্রের কোন পত্রিকা ওয়াটারগেট কেলেঙ্কারী উদঘাটন করেছিল?
-দি ওয়াশিংটন পোস্ট
৪.নিচের কোন দেশের স্বীকৃত রাজধানী নেই?
-নাউরুর
৫.স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি?
-ঢাকা
৬.ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন
৭.কোন মহাদেশের আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো?
-প্রশান্ত মহাসাগরের।
৮.বলিভার কোন দেশের মুদ্রার নাম?
-ভেনিজুয়েলা
৯.নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
-তিরানা
১০.গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?
-মালয়েশিয়া
১১.বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
-কুচবিহার
১২.কিয়োটো প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
-পরিবেশ
১৩.বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়ে বর্ণিত হয়েছে?
-৩৯
১৪.বর্তমানে বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ?
-১৭.৬২%
১৫.কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
-সম্পত্তি ভোগের
১৬.বাংলাদেশের বিনিয়োগ বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রধানমন্ত্রীর কার্যালয়
১৭.২০১৮ সালের বাজেটের স্লোগান কী?
-সমৃদ্ধ আগামীর পদযাত্রার বাংলাদেশ
১৮.বাংলাদেশের কোন এলাকাকে রূপসী বাংলা বলে?
-সোনারাগাঁ জাদুঘর এলাকা
১৯.বাগেরহাটের প্রাচীন নাম কী?
-খলিফাবাদ
২০.তাম্রলিপি কী?
-তামার পাত্রে শাসনাদেশ ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    22775 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    80 Views
    by shahan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]