Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6618
১.দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কার লেখা এবং কী ধরনের রচনা?
-আর্নেস্ট হোমিংওয়ে, উপন্যাস
২.লেভ তেস্তয়ের জন্মভূমি ও লেখার ভাষা কী?
-রাশিয়া, রুশ
৩.ভারতীয় উপমহাদেশে তুলনামূলক সাহিত্য বিভাগ প্রথম প্রতিষ্ঠা করেন কে?
-বুদ্ধদেব বসু
৪.কোনটি ফ্রানৎ কাফফার রচনা নয়?
-দ্যা আউটসাইডার
৫.ডিজাইন কমেডির রচয়িতা কে?
-দান্তে
৬.ম্যান বুকার একটি –
-সাহিত্য পুরস্কারের নাম
৭.ডাব্ল বি ইয়েটসের জন্মস্থান ও কাব্যভাষা কোনটি?
-আয়ারল্যান্ড, ইংরেজি
৮.একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার ও অস্কার দুটোই পেয়েছেন?
-জর্জ বার্নাড শ
৯.ব্রের্টোল্ট ব্রেখ্ট্ কে?
-একজন জার্মান নাট্যকার
১০.কোনটি শিুয়েল দ্য সার্বেন্তেসের রচনা?
-দন কিহোতে
১১.১৭ মার্চ ১৯৬৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বয়স কত হয়েছিল?
-৪৭ বছর
১২.কারাগারের রোজনামচা এর ভূমিকা কে লিখেছেন?
-শেখ হাসিনা
১৩.বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে?
-১৪২
১৪.সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
-২০১৮
১৫.ছয়দফা কর্মসূচি ঘোষিত হয় কত সালে?
-১৯৬৬ সালে
১৬.সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি সুরারোপ করেন কে?
-অ্যালেন গিন্সবার্গ।
১৭.পারস্যের কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহকে দিওয়ান লিখে পাঠিয়েছিলেন?
-হাফিজ সিরাজী
১৮.অসমাপ্ত আত্মজীবনীর প্রচ্ছদ এঁকেছেন কোন শিল্পী?
-সমর মজুমদার
১৯.বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে?
-শিব নারায়ণ দাস
২০.ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য হিসেবে ঘোষণা করে?
-২০১৭ সালের ৩০ অক্টোবর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    22830 Views
    by shanta
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    96 Views
    by shahan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]