Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6595
১.ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় কবে?
-১৯৭৪ সালে
২.সংবিধানের ৪৮ এর ৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স কত বছর হতে হবে?
-৩৫ বছর
৩.বাংলাদেশের রাষ্ট্র্রপ্রধান কে?
-রাষ্ট্রপতি।
৪.বাঙালি জাতিসত্ত্বার প্রতীক কী?
-বাংলা একাডেমি ।
৫.জাতীয় সংসদের প্রতীক কী?
-শাপলা ফুল ।
৬.বাংলাদেশের সীমান্ত রয়েছে কতটি দেশের সাথে?
-২টি।
৭.প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের স্থান –
-নবম
৮.কারাগারের রোজনামচা কত সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়?
-২০১৭ সালে ।
৯.পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
-উত্তর আমেরিকা
১০.সিঙ্গাপুর এর রাজধানীর নাম কী?
-সিঙ্গাপুর।
১১.বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশন রয়েছে কতটি?
-১২টি।
১২.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
-জীবাশ্ম।
১৩.বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
-সৌদি আরব।
১৪.আমাজন অঞ্চল কোথায়?
-দক্ষিণ আমেরিকা।
১৫.২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কোন এশিয়ান?
-অভিজিৎ ব্যানার্জী।
১৬.বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটি?
-১০।
১৭.ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত?
-সুইজারল্যান্ড
১৮.কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
-বাইনারি
১৯.মোবাইল ফোনের সিম কার্ডকে কী বলা হয়?
-স্মার্ট কার্ড
২০.কোনটি ইনপুট ডিভাইস?
-মডেম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    7382 Views
    by tamim
    0 Replies 
    5446 Views
    by afsara
    0 Replies 
    2939 Views
    by rana
    0 Replies 
    5588 Views
    by rana
    0 Replies 
    2083 Views
    by rajib

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]