Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6592
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (৩২ তম প্রেসিডেন্ট)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।
চার মেয়াদে ১২ বছর ২ মাস ২৪ দিন ক্ষমতায় থাক একমাত্র প্রেসিডেন্ট।
নিউ ডিল কর্মসূচির প্রবর্তক।

হ্যারি এস. ট্রম্যান (৩৩ তম প্রেসিডেন্ট)
জাপানে আণবিক বা পারমাণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।

জন এফ (ফিটজেরাল্ড) কেনেডি (৩৫ তম প্রেসিডেন্ট)
একমাত্র পুলিৎজাত পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট।
নির্বাচিত কনিষ্ঠ প্রেসিডেন্ট।
তার সময়কালে ১৯৬২ সালে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট হয়।

রিচার্ড মিলহাউস নিক্সন (৩৭ তম প্রেসিডেন্ট)
একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট।
ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত।

জিমি কার্টার (৩৯ তম প্রেসিডেন্ট)
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী।
২০০২ সালে শান্তিতে নোবেলজয়ী।

রোনাল্ড উইলসন রিগ্যান (৪০ তম প্রেসিডেন্ট)
হলিউডের অভিনেতা ছিলেন।

বিল ক্লিনটন (৪২ তম প্রেসিডেন্ট)
প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ সফরকারী একমাত্র প্রেসিডেন্ট।

বারাক হোসেন ওবামা (৪৪ তম প্রেসিডেন্ট)
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
২০০৯ সালে শান্তিতে নোবেলজয়ী।
প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প (৪৫ তম প্রেসিডেন্ট)
সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]