Let's Discuss!

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6592
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (৩২ তম প্রেসিডেন্ট)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।
চার মেয়াদে ১২ বছর ২ মাস ২৪ দিন ক্ষমতায় থাক একমাত্র প্রেসিডেন্ট।
নিউ ডিল কর্মসূচির প্রবর্তক।

হ্যারি এস. ট্রম্যান (৩৩ তম প্রেসিডেন্ট)
জাপানে আণবিক বা পারমাণবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।

জন এফ (ফিটজেরাল্ড) কেনেডি (৩৫ তম প্রেসিডেন্ট)
একমাত্র পুলিৎজাত পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট।
নির্বাচিত কনিষ্ঠ প্রেসিডেন্ট।
তার সময়কালে ১৯৬২ সালে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট হয়।

রিচার্ড মিলহাউস নিক্সন (৩৭ তম প্রেসিডেন্ট)
একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট।
ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত।

জিমি কার্টার (৩৯ তম প্রেসিডেন্ট)
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী।
২০০২ সালে শান্তিতে নোবেলজয়ী।

রোনাল্ড উইলসন রিগ্যান (৪০ তম প্রেসিডেন্ট)
হলিউডের অভিনেতা ছিলেন।

বিল ক্লিনটন (৪২ তম প্রেসিডেন্ট)
প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ সফরকারী একমাত্র প্রেসিডেন্ট।

বারাক হোসেন ওবামা (৪৪ তম প্রেসিডেন্ট)
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
২০০৯ সালে শান্তিতে নোবেলজয়ী।
প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প (৪৫ তম প্রেসিডেন্ট)
সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট ।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  95 Views
  by awal
  0 Replies 
  504 Views
  by kajol
  0 Replies 
  78 Views
  by Mahmud8135
  0 Replies 
  119 Views
  by raju
  0 Replies 
  112 Views
  by raju