Let's Discuss!

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6539
জর্জ ওয়াশিংটন (প্রথম প্রেসিডেন্ট)
১.হোয়াইট হাউসে বসবাস করেননি।
২.স্বাধীনতার সর্বাধিনায়ক ।

জন এডামস (দ্বিতীয় প্রেসিডেন্ট)
১.হোয়াইট হাউসে প্রথম বসবাস করেন।

টমাস জেফারসন (তৃতীয় প্রেসিডেন্ট)
১.৩০ এপ্রিল ১৮০৩ ফরাসি সম্রাট নেপোলিয়নের কাছ থেকে লুইজিয়ানা ক্রয় করেন।

আব্রাহাম লিঙ্কন (১৬ তম প্রেসিডেন্ট)
১.১৮৬৩ সালে ক্রীতাদাস প্রথা বিলুপ্ত করেন।
(চালু হয়েছিল ১৬১৮ সালে)
২.১২ এপ্রিল ১৮৬১-৯ মে ১৮৬৫ গৃহযুদ্ধ সংগঠিত হয়।

থিওডোর রুজভেল্ট (২৬ তম প্রেসিডেন্ট)
১.১৯০৬ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান।
২.সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

উড্রো উইলসন (২৮ তম প্রেসিডেন্ট)
১.৮ জানুয়ারি ১৯১৮ কংগ্রেসের দেয়া তার বক্তব্যের ১৪ পয়েন্ট এর ১৪ নম্বর পয়েন্ট এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করেন।
২.প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।
৩.১৯১৮ সালে দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

হার্বার্ট ক্লার্ক হোভার (৩১ তম প্রেসিডেন্ট)
১.১৯২৯ সালে অর্থনৈতিক মন্দা হয়।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  192 Views
  by awal
  0 Replies 
  688 Views
  by kajol
  0 Replies 
  202 Views
  by Mahmud8135
  0 Replies 
  262 Views
  by raju
  0 Replies 
  254 Views
  by raju

  জাতীয় অধ্যাপক বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মানন[…]

  ১. মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধুপ্রতিমরাষ্ট্র ছিল […]

  ১. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?দক্ষিণ আমে[…]

  ১. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ […]