Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6526
১.হোমার কোন ভাষার কবি?
-গ্রিক
২.প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
-১৮৬৮ সালে
৩.গ্রুপ থিয়েটার ফেডারেশন কী?
-নাটকের দল
৪.বাংলাদেশ সরকার পরিচালিত টেলিভিশন চ্যানেল কয়টি?
-তিনটি
৫.সুবর্ণরেখা চলচিত্রের পরিচালক কে?
-ঋত্বিক ঘটক
৬.চলচিত্রের আদি আবিষ্কারক হিসেবে খ্যাত কে?
-ল্যুমিয়ের ব্রাদার্স
৭.হলিউড কোথায় অবস্থিত?
-লস এঞ্জেলস
৮.অপু এবং দুর্গা কোন চলচিত্রের কেন্দ্রীয় চরিত্র?
-পথের পাঁচালি
৯.নজরুল সঙ্গীতের শিল্পী কে?
-ফিরোজা বেগম
১০.রংপুর অঞ্চলের গান কোনটি?
-ভাওয়াইয়া
১১.স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কে?
-কে জি মুস্তাফা
১২.কোনটি লোকশিল্প?
-নকশি কাঁথা
১৩.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
-মাইনুল হোসেন
১৪.কাজী নজরুল ইসলাম রচিত নাটক কোনটি?
-ঝিলিমিলি
১৫.রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি?
-বিসর্জন
১৬.প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?
-শর্মিষ্ঠা
১৭.ঘাটুগান কোন অঞ্চলের?
-ময়মনসিংহ
১৮.ঐতিহাসিক নাটক কোনটি?
-সিরাজউদ্দৌলা
১৯.কাবুকি কোন দেশের নাট্যধারা?
-জাপান
২০.বাংলাদেশ সংবাদ সংস্থান সংক্ষিপ্‌ত নাম কী?
-বাসস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    22775 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    80 Views
    by shahan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]