Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6394
ডুরান্ড লাইন
স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
হিন্ডেনবার্গ লাইন
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এ রেখা পর্যন্ত পশ্চাদপসারণ করেছিল। এটি জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।
ম্যাজিনো লাইন
জার্মান আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
সিগফ্রিড লাইন
জার্মানি কর্তৃক জর্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
ম্যাকমোহন লাইন
স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন।
ওডেরনিস লাইন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা।
ম্যানারহেইম লাইন
রুশ-ফিনিশ সীমান্তে জেনারেল ম্যানারহেইম কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখা।
সপ্তদশ উত্তর অক্ষরেখা
সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা ।
ট্রারলেভ লাইন
এ লাইন ইসরাইলিদের ম্যাঞ্জিসো লাইন নামে পরিচিত।
উত্তর অক্ষরেখা
২৪ তম:
পাকিস্তান ও ভারতের মধ্যকার কচ্ছ এলাকার সীমান্ত রেখা।
৩২ তম:
ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন
৩৬ তম:
ইরাকের উত্তরে নো ফ্লাই জোন
৩৮ তম:
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা।
৪৯ তম:
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]