Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6316
১.ফ্রাঙ্কফুর্ট শহর কিসের জন্য বিখ্যাত?
-বইমেলা।
২.বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?
-পাপুয়া নিউগিনি
৩.ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা রানীর নাম কী?
-রানী দ্বিতীয় এলিজাবেথ।
৪.বিশ্বের সর্ববৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ কোনটি?
-ভারত
৫.ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্ভুক্ত?
-তুরস্ক
৬.লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী?
-ইতালি
৭.আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে বলেছিলেন?
-সুভাষচন্দ্র বসু
৮.কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হত?
-জার্মানি
৯.কোন দেশটি একটি স্থলবেষ্টিত দেশ?
-বলিভিয়া
১০.বিশ্ব সাক্ষরতা দিবস কোনটি?
-৮ সেপ্টেম্বর।
১১.নিচের কোন ব্যক্তি নোবেল পুরস্কার প্রত্যাখান করেছিলেন?
-জ্যাঁ পল সার্ত্রে।
১২.আস্তানা কোন দেশের রাজধানী?
-কাজাখস্তান।
১৩.পৃথিবীর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি?
-২২ ডিসেম্বর।
১৪.ইন্দোনেশিয়া উপনিবেশ ছিল কোন দেশের?
-নেদারল্যান্ডস
১৫.হিন্দুকুশ ---- দেশে অবস্থিত?
-আফগানিস্তান।
১৬.ব্রিটিশ কর্তৃক হংকং ------ বছর শাসিত হয়েছিল?
-১৫৬ বছর
১৭.এসডিজি এর লক্ষ্য কতটি?
-১৭টি।
১৮.ভূস্বর্গ বলা হয় কোন স্থানকে?
-কাশ্মীর।
১৯.পৃথিবীর গভীরতম খালের নাম কী?
-পানামা খাল।
২০.বিশ্বের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কোন দেশের ছিলেন?
-ব্রিটেন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by rana
    0 Replies 
    7 Views
    by rajib
    0 Replies 
    8 Views
    by rajib
    0 Replies 
    14 Views
    by shohag
    0 Replies 
    859 Views
    by shahan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]