Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6204
১.মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৮৯ সালে।
২.বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
-ওয়াশিংটন।
৩.নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করডোর?
-আজারবাইজান-আর্মেনিয়া
৪.বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কবে?
-৩১ মে
৫.ইসরাইল কর্তৃক তৈরি বিশ্বের বৃহত্তম চালকবিহীন বিমানের নাম কী?
-ইটান
৬.জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোনটি?
-প্রাকৃতিক পরিবেশ
৭.কোনটি ডি-৮ ভুক্ত দেশ নয়?
-ভারত
৮.মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
-নরওয়ে।
৯.ইতালীয় ফুটবল স্টেডিয়াম নাপোলি সান পাওলো এর নতুন নাম কী?
-ডিয়েগো আরমান্ডে ম্যারাডোনা স্টেডিয়াম।
১০.বর্তমানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
-৮,৮৪৮.৮৬ মিটার।
১১.২০২০ সালের গোল্ডেন ফুট পুরস্কার লাভ করেন কে?
-ক্রিস্টিয়ানো রোনালদো।
১২.আজারইজানের বিজয় দিবস ঘোষণা করা হয় কত তারিখ?
-৮ নভেম্বর।
১৩.আমেরিকার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন লাভ করেন কে?
-জ্যানেট ইয়েলেন।
১৪.করোনা প্রতিরোধের জন্য ২৭ ডিসেম্বর ২০২০ কে জাতিসংঘ যে দিবস ঘোষণা করে –
-আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস।
১৫.মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন কতটি?
-৩০৬টি।
১৬.প্যারাডাইস পেপার কেলেঙ্কারি প্রকাশ পায় কত সালে?
-৫ নভেম্বর ২০১৭।
১৭.পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন কে?
-দারিয়ুস।
১৮.বর্তমানে এশিয়ার স্বাধীন নগর কোনটি?
-সিঙ্গাপুর।
১৯.জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখ?
-২৪ অক্টোবর।
২০.মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় কত সালে?
-১৬ সেপ্টেম্বর ১৯৮৭।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    2 Replies 
    1218 Views
    by masum
    1 Replies 
    1468 Views
    by anwar
    2 Replies 
    1998 Views
    by bakeer
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]