Let's Discuss!

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6175
১.বর্তমানে এশিয়ার স্বাধীন নগর রাষ্ট্র কোনটি?
-সিঙ্গাপুর।
২.পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিলেন কে?
-দারিয়ুস।
৩.কাতারের রাষ্ট্রীয় নাম কী?
-State of Qatar.
৪.৪৯ তম উত্তর অক্ষরেখা কোথায় অবস্থিত?
-কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
৫.ত্বরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
-১১৯১ সালে।
৬.বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায় অবস্থিত?
-বেলজিয়ামে।
৭.ফরাসি বিপ্লবের স্লোগান ছিল কি?
-স্বাধীনতা, সাম্য ও ভ্রতৃত্ব।
৮.সামরিক জোট ন্যাটো আত্মপ্রকাশ করে কত সালে?
-৪ এপ্রিল ১৯৪৯।
৯.ম্যাগনাকার্টা কী?
-ব্রিটিম সংবিধানের অলিখিত অংশ।
১০.ডেজার্ট ফক্স নামে পরিচিত কী?
-ফিল্ড মার্শাল রোমেল।
১১.লাদাখ অঞ্চলটি কোথায় অবস্থিত?
-জন্ম-কাশ্মীর ও চীনের মধ্যবর্তী জায়গায়।
১২.ইরানে ইসলামি বিপ্লবের নেতা ছিলেন কে?
-আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী।
১৩.প্যারাডাইস পেপার কেলেঙ্কারি প্রকাশ পায় কত সালে?
-৫ নভেম্বর ২০১৭।
১৪.আরব তথা মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কোন দেশ?
-কাতার।
১৫.মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় কত সালে?
-১৬ সেপ্টেম্বর ১৯৮৭।
১৬.কার্টাগেনা প্রোটোকল কী?
-জৈব নিরাপত্তাবিষয়ক প্রটোকল।
১৭.এসিড বৃষ্টি হয় কীসের জন্য?
-বাতাসে সালফার ডাই অক্সাইডের আধিক্যে।
১৮.জনলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কী?
-আইপিসিসি।
১৯.জাতিসংঘ দিবস পালিত হয় কত সালে?
-২৪ অক্টোবর।
২০.১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন কে?
-উ থান্ট।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  469 Views
  by shahan
  0 Replies 
  467 Views
  by shahan
  0 Replies 
  378 Views
  by shahan
  0 Replies 
  347 Views
  by shahan
  0 Replies 
  364 Views
  by shahan

  জাতীয় অধ্যাপক বাংলাদেশের বিশেষ রাষ্ট্রীয় সম্মানন[…]

  ১. মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধুপ্রতিমরাষ্ট্র ছিল […]

  ১. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?দক্ষিণ আমে[…]

  ১. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ […]