Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6146
১.লন্ডনের প্রথম মুসলিম মেয়র কে?
-সাদিক খান
২.২০১৬ সালে সাহিত্য নোবেল বিজয়ী বব ডিলান একজন –
-সাহিত্যশ্রয়ী সংগীতকার
৩.কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কত তারিখে মারা যান?
-৩ জুন ২০১৬।
৪.শাংগ্রিলা ডায়ালগ এর শাংগ্রিলা হলো –
-হোটেলের
৫.২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন কোন দেশ?
-পর্তুগাল।
৬.পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
-হেগ
৭.সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
-ইতালি।
৮.হাইফা কোন দেশের সমুদ্রবন্দর?
-ইসরাইল
৯.পোড়ামাটি সেনাবাহিনী কোন দেশের প্রত্নবস্তু?
-চীন
১০.কিজিল নদীর তীরে অবস্থিত কোন শহর?
-আংকারা।
১১.ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
-১৯৮০ সালে।
১২.তাকসিম স্কয়ার কোথায় অবস্থিত?
-তুরস্ক।
১৩.ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে?
-তুরস্ক।
১৪.জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
-প্যালেস্টাইন
১৫.সেন্ট লরেন্স কোন দেশের নদী?
-কানাডা
১৬.ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে কয়টি দেশ অন্তর্ভুক্ত?
-১১টি।
১৭.জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন –
-১ মাসের জন্য
১৮.মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
-কাজী রিয়াজুল হক
১৯.প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর দেয় –
-২২ এপ্রিল ২০১৬
২০.কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী?
-পাঙন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2082 Views
    by afsara
    0 Replies 
    229 Views
    by tamim
    0 Replies 
    103 Views
    by tamim
    0 Replies 
    522 Views
    by rana
    0 Replies 
    173 Views
    by tamim

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]