Page 1 of 1

এশিয়া মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য: পার্ট ০১

Posted: Sat Jan 30, 2021 9:00 pm
by brifat50
১. এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি ?
- ৪৪ টি।
২. এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা?
- উরাল।

"ভারত"
১. ভারতের স্বাধীনতা দিবস?
- ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট।
২. ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
- ২৬শে জানুয়ারি ১৯৫০।
৩. ভারতের প্রজাতান্ত্রিক দিবস?
- 26 শে জানুয়ারি।
৪. ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা?
- ২৮ টি(কাশ্মীর বাদ পড়েছে)
৫. ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল ?
- অন্ধ্রপ্রদেশ।
৬. কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়?
- ১৯৭৫ সালে।
৭. দেরাদুন কোন দেশে অবস্থিত?
- ভারত।
৮. আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত?
- ভারত।
৯. সেভেন সিস্টার্স কি?
- ভারতের ৭ টি অঙ্গরাজ্য।
১০. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশ কে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় ?
- উত্তর পূর্বাঞ্চল।
১১. আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?
- ত্রিপুরা।
১২. চিকেন নেক কোনটি?
- শিলিগুড়ি করিডোর।
১৩. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
- রাজেন্দ্র প্রসাদ।
১৪. কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন?
- এপিজে আবদুল কালাম।
১৫. এপিজে আবুল কালাম কত সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
- ২০০২ সালে।
১৬. এপিজে আবুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন ?
- 11 তম।
১৭. ভারতের প্রথম নারী রাষ্টপতির নাম কি ?
- প্রতিভা পাটিল।
১৮. ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতি কে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে?
- প্রণব মুখার্জি।
১৯. দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছিলেন ?
- পন্ডিত নেহেরু।
২০. "Discovery of India"গ্রন্থের লেখক কে?
- জওহরলাল নেহেরু।
২১. ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ?
- ইন্দিরা গান্ধী।
২২. ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রী লাভ করেন?
- 1966 সালে।
২৩. ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
- ভারত।
২৪. "বোফস কেলেঙ্কারির" সাথে জড়িত ?
- ভারত.
২৫. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
- ধানু।
২৬. রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন?
- নরসীমা রাও।
২৭. কাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয় ?
- মনমোহন সিং।
২৮. 'ইন্ডিয়াজ এক্সপোর্ট ট্রেন্ডন্স এন্ড প্রস্পেক্টস ফর সেল সাসপেন্ড গ্রোথ'গ্রন্থের লেখক?
- মনমোহন সিং।
২৯. মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে ?
- ১৯৭৯।
৩০. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
- মেসিডোনিয়ায়।
৩১. মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন?
- কলকাতা।
৩২. মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কি ?
- মিশনারিজ অফ চ্যারিটি।
৩৩. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ?
- মাদার তেরেসা।
৩৪. জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবীদ নোবেল পুরস্কার পান তার নাম?
- অমর্ত্য সেন।
৩৫. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?
- দুর্ভিক্ষ ও দারিদ্র।
৩৬. 'Poverty and famines'গ্রন্থের রচয়িতা কে?
- অমর্ত্য সেন।
৩৭. অমর্ত্য সেনের মতে গণতান্ত্রিক দেশে যা থাকা কাম্য নয়?
- দুর্ভিক্ষ।
৩৮. অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
- ১৯৯৮ সালে।
৩৯. অধ্যাপক অমর্ত্য সেন কোন অর্থনৈতিক তত্ত্বের অবদান এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ?
- সামাজিক চয়ন তত্ত্ব।
৪০. "The idea of Justice"গ্রন্থের রচয়িতা কে?
- অমর্ত্য সেন।
৪১. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ?
- কল্যান অর্থনীতি।
৪২. বিশ্বের সবথেকে বড় সংবিধান কোন দেশের?
- ভারত।
৪৩. ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়েছিল?
- 1952 সালের 17 এপ্রিল।
৪৪. ভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন?
- 272 টি।
৪৫. ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?
- লন্ডন।
৪৬. 'পোর্টব্লেয়ার 'কেন বিখ্যাত?
- আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী।
৪৭. ঐতিহ্যবাহী'লিংকন হাউস' কোথায় ?
- মুম্বাই।
৪৮. পৃথিবীর বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে?
- মৌসিনরাম।
৪৯. বর্তমান রাষ্ট্রপতি ?
- রামনাথ কোবিন্দ।
৫০. রামনাথ কোবিন ভারতের কত তম রাষ্ট্রপতি?
- 14 তম রাষ্ট্রপতি।
৫১. ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম ?
- ভারতীয় জনতা পার্টি।
৫২. নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন?
- অক্টোবর 2001।
৫৩. ভারতের উপরাষ্ট্রপতি ?
- ভেঙ্কাইয়া নাইডু।
৫৪. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- গুজরাট।
৫৫. সরদার বল্লভ ভাই প্যাটেলের ভাস্কর্যটি রাষ্ট্রীয় নাম কি?
- স্ট্যাচু অফ ইউনিটি।