Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6061
১. প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি ?প্রাচীন মিশরীয় ধর্ম।
২. প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সালে? ১৯২২।
৩. প্রাচীন মিশরীয় স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন? পিরামিড।
৪. পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি ? পিরামিড।
৫. বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে? সুদান।
৬. বুক অফ ডেট কোন সাহিত্যের আদিমতম নিদর্শন? মিসরীয়।
৭. প্রাচীন মিসরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত ?হায়ারোগ্লিফিক।
৮. মিশরীয় চিত্রকলা ছিল? দ্বিমাত্রিক।
৯. মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? প্যাপিরাস।
১০. প্যাপিরাস কি? নলখাগড়া।
১১. বারো মাসে এক বছর 30 দিনে এক মাস এই গণনারীতি কাদের দ্বারা সূচিত? মিসরীয়।
১২. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র যুগের।
১৩. সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটি ব্যবহার জানত না ?লোহার অস্ত্র।
১৪. সিন্ধু সভ্যতা কোন যুগের ?ব্রোঞ্জ যুগের।
১৫. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু।
১৬. দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন ?সিন্ধু অববাহিকা।
১৭. সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা ? দ্রাবিড়গন।
১৮. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কতসালে?১৯২২।
১৯. সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন ?রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
২০. কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? আলেকজান্ডার কানিংহাম।
২১. হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা নামে পরিচিত? সিন্ধু সভ্যতা।
২২. হরপ্পা কোথায় অবস্থিত ?পাকিস্তান।
২৩. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশ।
২৪. মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের ঢিবি।
২৫. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? পয়নিস্কাশন ব্যবস্থা।
২৬. সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? সিলমোহর।
২৭. প্রাচীন কোন সভ্যতা দেশের আদিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার আদিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাবিলন।
২৮. কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? ১৫০০।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]