Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6059
"সংস্থা ও সংগঠন এর সর্বশেষ সদস্য"
১. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?১৯৩।
২. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?দক্ষিণ সুদান।
৩. UNESCO এর সদস্য দেশ কয়টি? ১৯৩।
৪. এ.ডি.বি( ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত? ৬৮।
৫. এশীয় উন্নয়ন ব্যাংক এর সর্বশেষ সদস্য নিউই সংস্থাটির কততম সদস্য? ৬৮।
৬. NAM এর বর্তমান সদস্য কত? ১২০।
৭. APEC সদস্য সংখ্যা কত?২১।
৮. ওপেকভুক্ত দেশ কয়টি? ১৩।
৯. ওপেক যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? রিপাবলিক অফ দা কঙ্গো।
১০. ইসলামী সহযোগিতা সংস্থা সদস্য সংখ্যা কত? ৫৭।
১১. উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সংখ্যা কত? ৬।
১২. আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? ৫৫টি।
১৩. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কয়টি? ২৭টি।
১৪. EUএর সর্বশেষ সদস্য দেশ কোনটি? ক্রোয়েশিয়া।
১৫. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? ১৭১।
১৬. বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? ১৬৪টি।
১৭. কমনওয়েলথ এর মোট সদস্য সংখ্যা কত? ৫৪টি।
১৮. কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? রুয়ান্ডা।
১৯. এশিয়া মহাদেশে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা? ৭টি।
২০. সার্কের বর্তমান সদস্য সংখ্যা হল? ৮টি।
২১. সার্কের নতুন সদস্য দেশ কোনটি ?আফগানিস্তান।
২২. সার্ক এর অষ্টম সদস্য দেশ? আফগানিস্তান।
২৩. আরব লীগের সদস্য সংখ্যা কত? ২২টি।
২৪. আসিয়ানের সদস্য দেশ কয়টি? ১০টি।
২৫. ECO এর সদস্য সংখ্যা কত? ১০টি।
২৬. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্য সংখ্যা কত? ২৭টি।
২৭. বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি? ৭টি।
২৮. বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)এর বর্তমান সদস্য দেশ কয়টি? ১৫৯টি।
২৯. এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশ কয়টি? ৯টি।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2082 Views
    by afsara
    0 Replies 
    229 Views
    by tamim
    0 Replies 
    173 Views
    by tamim
    0 Replies 
    118 Views
    by tamim
    0 Replies 
    522 Views
    by rana

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]