Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#6017
১.পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
-মেসোপটেমীয় সভ্যতা।
২.আমেরিকা মহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কী?
-হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
৩.বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
-ডেভিড ম্যালপাস।
৪.আলিবাবা গ্রুপ এর প্রতিষ্ঠাতা কে?
-জ্যাক মা।
৫.টেস্ট ক্রিকেটের সর্বকণিষ্ঠ অধিনায়ক কে?
-রশিদ খান।
৬.রুশ ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন কে?
-ভ্যালেরিয়া পোরুখোভা।
৭.মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
-সনোরা লাইন।
৮.বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ শহর কোনটি?
-ভিয়েনা, অস্ট্রিয়া।
৯.২০১৯ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
-মার্গারেট অ্যাটউড এবং বার্নাডাইন এভারিস্টো।
১০.২০১৯ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয় কতজন?
-১৪ জন ব্যক্তি।
১১.ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বর্তমান নিয়ন্ত্রণ কে?
-সৌরভ গাঙ্গুলী।
১২.নারী, শান্তি ও নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
-১৪২ তম।
১৩.চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১ অক্টোবর ১৯৪৯ সালে।
১৪.সম্প্রতি সৌদি আরব পর্যটন ভিসা চালু করে –
-৪৯টি দেশের জন্য।
১৫.নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়?
-সাংহাই, চীন।
১৬.বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দেশের?
-শ্রীলংকা।
১৭.উজবেকিস্তানের রাজধানীর নাম কী?
-তাসখন্দ।
১৮.ম্যাগনাকার্টা হলো –
-ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।
১৯.বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু অবস্থিত?
-বেলজিয়াম
২০.চতুর্থ বাঙালি হিসেবে নোবেল বিজয়ী কে?
-অভিজিৎ ব্যানার্জি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    2 Replies 
    1221 Views
    by masum
    1 Replies 
    1472 Views
    by anwar
    2 Replies 
    2004 Views
    by bakeer
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]