Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5985
১.নরওয়ের অধিবাসীদের কী বলা হয়?
-ভাইকিং।
২.বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
-নালন্দা বিশ্ববিদ্যালয়।
৩.ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
-লন টেনিস।
৪.বাজার অর্থনীতি ধারনার প্রবর্তক কে?
-অ্যাডাম স্মিথ।
৫.ভুটানের মুদ্রার নাম কী?
-গুলট্রাম।
৬.বাস্তিল দুর্গের পতন হয়েছিল কত সালে?
-১৪ জুলাই ১৭৮৯ সালে।
৭.হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা?
-ভিয়েতনাম।
৮.কিলোগ্রামের নতুন সঙ্গা কার্যকর হয় কত সালে?
-২০ মে ২০১৯ থেকে।
৯.ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
-সেন্ট হেলেনা দ্বীপে।
১০.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি?
-আন্দিজ পর্বতমালা।
১১.নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে?
-১৯৭৯ সালে।
১২.জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
-ট্রিগভেলি।
১৩.শান্তিতে নোবেল পুরস্কারজয়ী প্রথম নারী কে?
-বার্থা ভন সুটনার।
১৪.ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতজন?
-৫৪৩ জন।
১৫.বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
-মেসোপটেমীয়ায়।
১৬.লর্ড উইলিয়াম কর্তৃক সতীদাহ প্রথা রহিত করা হয় কত সালে?
-১৮২৯ সালে।
১৭.ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কী?
-বাকিংহাম প্যালেস।
১৮.দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন বলা হয় কাকে?
-ভুটানকে।
১৯.সার্ক দুর্যোাগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
-নয়াদিল্লি, চট্টগ্রাম।
২০.যার সুপারিশ জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন?
-নিরাপত্তা পরিষদ।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]