Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5973
১.জাতিসংঘ সচিবালয় কাদের নিয়ে গঠিত?
-জাতিসংঘ সদর দপ্তর ও বাইরে কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে।
২.জাতিসংঘ সচিবালয়ের প্রধান কে?
-মহাসচিব (সেক্রেটারি জেনারেল) ।
৩.জাতিসংঘের মহাসচিবের বাসভবনের নাম কী?
-Sutton Place.
৪.জাতিসংঘের মহাসচিব কিভাবে নিযুক্ত হন?
-নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
৫.জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর?
-৫ বছর ।
৬.জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?
-দ্যাগ হ্যামারশোল্ড।
৭.জাতিসংঘের মহাসচিবদের মধ্যে কতজন নোবেল শান্তি পুরস্কার পান?
-২ জন।
১.দ্যাগ হ্যামারশোল্ড
২.কফি আনান
৮.জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মারা যান?
-দ্যাগ হ্যামারশোল্ড।
৯.জাতিসংঘের কোন মহাসচিব পরবর্তীতে সে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন?
-প্রেসিডেন্ট কুর্ট ওয়াল্ডহেইম, অস্ট্রিয়া এবং প্রধানমন্ত্রী জাভিয়ের পেরেজ দ্য কুয়েলার, পেরু।
১০.জাতিসংঘের মহাসচিবের হওয়ার পূর্বে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কে?
-ট্রাইগভে লাই, বুট্রোস বুট্রোস ঘালি এবং বান কি মুন।
১১.জাতিসংঘের নবম মহাসচিবের নাম কী?
-অ্যান্টনিও গুতেরেস।

জাতিসংঘের উপ-মহাসচিব
নাম – দেশ
লুইসি ফ্রেশেট – কানাডা
মার্ক ম্যালোচ ব্রাউন – ব্রিটেন
মিস আশা রোজি মিহিরো – তানজানিয়া
জন এলিয়াসন – সুইডেন
আমিনা মোহাম্মদ – নাইজেরিয়া

জাতিসংঘের মহাসচিব
নাম – দেশ – মহাদেশ
ট্রাইগভে লাই – নরওয়ে- ইউরোপ
দ্যাগ হ্যামারশোল্ড – সুইডেন – ইউরোপ
উ থান্ট – মিয়ানমার – এশিয়া
কুর্ট ওয়াল্ডহেইম – অস্ট্রিয়া – ইউরোপ
জাভিয়ের পেরেজ দ্য কুয়েলার – পেরু – দ. আমেরিকা
বুট্রোস বুট্রোস ঘালি – মিসর – আফ্রিকা
কফি আনান – ঘানা – আফ্রিকা
বান কি মুন – দ. কোরিয়া – এশিয়া
অ্যান্টনিও গুতেরেস – পর্তুগাল – ইউরোপ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2108 Views
    by bdchakriDesk
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    7 Views
    by rana

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]