Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5953
১.যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
-বরিস জনসন।
২.ন্যাম এর ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
-বাকু, আজারবাইজান।
৩.বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন?
-কেন উইলিয়ামসন।
৪.বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে?
-অংশুলা কান্ত।
৫.বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।
৬.পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত কোন বন?
-আমাজন।
৭.বিশ্ব বাণিজ্যিকভাবে প্রথম ৫জি মোবাইল সেবা চালু করে কোন দেশ?
-দক্ষিণ কোরিয়া।
৮.মানব সভ্যতার ফিনিশীয়দের অবদান কীসে?
-বর্ণমালা তৈরিতে।
৯.লাওস এর মুদ্রার নাম কী?
-কিপ
১০.প্রাচীন গ্রিক নগররাষ্ট্র –
-এথেন্স, স্পার্টা, আকেজান্দ্রিয়া।
১১.প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
-ভার্সাই চুক্তি।
১২.আন্তর্জাতিক রেডক্রস দিবস পালিত হয় কত সালে?
-৮ মে।
১৩.ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবকারী দেশ কোনটি?
-চীন।
১৪.রবিনসন ক্রসো দ্বীপ বলা হয় কাকে?
-টোবাগোকে।
১৫.সর্বাধিক সংখ্যক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?
-ইন্দোনেশিয়া।
১৬.বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
-রাশিয়ায়।
১৭.সিয়ার্স টাওয়ারের স্থপতি কে?
-এফ.আর. খান।
১৮.আফ্রিকার বর্ণবাদের সমাপ্তি ঘটে কত সালে?
-১৯৯৪ সালে।
১৯.পৃথিবীর গভীরতম খালের নাম কী?
-পানামা খাল।
২০.গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক কে?
-ডেনমার্ক।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]