- Tue Jan 26, 2021 11:59 am#5946
১.আদিবাসী কাকে বলে?
-কোনো এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আদিবাসী শব্দের অর্থ হলো অধিবাসী।
২.আদিবাসী শব্দের সমার্থক শব্দ কী কী?
-১.ক্ষুদ্র জাতিগোষ্ঠী,
২.ক্ষদ্র জাতিসত্তা,
৩.উপজাতি,
৪.প্রথম জনগণ,
৫.পার্বত্য জনগণ,
৬.আদিম মানুষ প্রভৃতি।
৩.আদিবাসী শব্দের ইংরেজি অর্থ কী?
-1.Indigenous,
2. Peoples,
3.Native Peoples,
4.First Peoples etc.
৪. Indigenous শব্দটি এসেছে কোথা থেকে?
-ফরাসি Indigena থেকে, যার অর্থ দেশজ বা স্বদেশ জাত।
৫.চীন, জাপান, ও মিয়ানমারের অধিবাসীরা জাতিতে কী?
-মঙ্গোলীয়।
৬.কস্যাক জাতি বাস করে কোথায়?
-রাশিয়ায়।
৭.বুশম্যান জাতির লোকেরা কোথায় বাস করে?
-বতসোয়ানায়।
৮.উত্তর আমেরিকার আদি অধিবাসীদের ‘রেড ইন্ডিয়ান’ নাম দেন কে?
-কলম্বাস।
৯.আরব, পাকিস্তান ও উত্তর ভারতের অধিবাসীরা জাতিতে কী?
-ককেশীয়।
১০.ভুটানের অধিকাংশ অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
-ড্রাপকাস।
১১.কম্বোডিয়ার অধিকাংশ অধিবাসী কাদের বংশধর?
-খেমারুজদের।
১২.বিশ্বের ক্ষুদ্রতম খর্বাকার উপজাতির নাম কী?
-পিগমি।
১৩.আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে?
-৯ আগস্ট।
-কোনো এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আদিবাসী শব্দের অর্থ হলো অধিবাসী।
২.আদিবাসী শব্দের সমার্থক শব্দ কী কী?
-১.ক্ষুদ্র জাতিগোষ্ঠী,
২.ক্ষদ্র জাতিসত্তা,
৩.উপজাতি,
৪.প্রথম জনগণ,
৫.পার্বত্য জনগণ,
৬.আদিম মানুষ প্রভৃতি।
৩.আদিবাসী শব্দের ইংরেজি অর্থ কী?
-1.Indigenous,
2. Peoples,
3.Native Peoples,
4.First Peoples etc.
৪. Indigenous শব্দটি এসেছে কোথা থেকে?
-ফরাসি Indigena থেকে, যার অর্থ দেশজ বা স্বদেশ জাত।
৫.চীন, জাপান, ও মিয়ানমারের অধিবাসীরা জাতিতে কী?
-মঙ্গোলীয়।
৬.কস্যাক জাতি বাস করে কোথায়?
-রাশিয়ায়।
৭.বুশম্যান জাতির লোকেরা কোথায় বাস করে?
-বতসোয়ানায়।
৮.উত্তর আমেরিকার আদি অধিবাসীদের ‘রেড ইন্ডিয়ান’ নাম দেন কে?
-কলম্বাস।
৯.আরব, পাকিস্তান ও উত্তর ভারতের অধিবাসীরা জাতিতে কী?
-ককেশীয়।
১০.ভুটানের অধিকাংশ অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
-ড্রাপকাস।
১১.কম্বোডিয়ার অধিকাংশ অধিবাসী কাদের বংশধর?
-খেমারুজদের।
১২.বিশ্বের ক্ষুদ্রতম খর্বাকার উপজাতির নাম কী?
-পিগমি।
১৩.আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে?
-৯ আগস্ট।