Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5894
১.কোন ইংরেজ বাংলায় প্রথম এসে সুতানটিতে বাণিজ্য কুঠি স্থাপন করেন?
-জব চার্নক ।
২.বর্তমানে ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ কোথায় অবস্থিত?
-ইরাকে।
৩.গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী অবস্থিত কোথায়?
-নেপালে।
৪.ইউরোপের লৌহ মানবী রূপে পরিচিত নেত্রী কে?
-মার্গারেট থ্যাচার।
৫.বেলরুশের রাজধানীর নাম কী?
-মিনস্ক।
৬.জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা?
-তানজানিয়া।
৭.যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-পেন্টাগনে।
৮.মুসলিম জাতির আদি পিতা কে?
-হযরত আদম (আ)।
৯.স্পেনের পার্লামেন্টের নাম কী?
-জেনারেল কোর্টস।
১০.আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
-জেরুজালেম।
১১.প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে?
-১১ নভেম্বর ১৯১৮ সালে।
১২.হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কী?
-লিটল বয়।
১৩.বায়ু দূষণের জন্য দায়ী ----
-কার্বন মনো-অক্সাইড গ্যাস।
১৪.মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ?
-চীন।
১৫.কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত হয় না?
-সৌদি আরব ও ইরান।
১৬.কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কবে গঠিত হয়?
-১৯৯১ সালে।
১৭.সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
-কাঠমান্ড
১৮.তেনজিং ও হিলারি এভারেস্টের চূড়ায় পা রাখেন কে?
-২৯ মে ১৯৫৩ সালে।
১৯.বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র অবস্থিত কোথায়?
-যুক্তরাষ্ট্র।
২০.সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে?
-কার্ল মার্কস।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]