Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5885
১.পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
-উত্তর আমেরিকা।
২.উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি?
-২৩টি।
৩.উত্তর আমেরিকা মহাদেশের আয়তন কত?
-২ কোটি ৪৭ লাখ ৯ হাজার বর্গ কিমি।
৪.উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?
-১৬.৪%।
৫.উত্তর আমেরিকার কোন দেশে একদলীয় শাসন বিদ্যমান?
-কিউবা।
৬.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপের নাম কী?
-ল্যাব্রাডার।
৭.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?
-সুপিরিয়র
৮.গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
-উত্তর আমেরিকা।
৯.উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
-মিসিসিপি-মিসৌরি।
১০.আয়তনে উত্তর আমেরিকার মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
-কানাডা।
১১.জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম কী?
-যুক্তরাষ্ট্র।
১২.আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
-সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
১৩.জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
-সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
১৪.উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?
-মেক্সিকোর পোপোক্যাটপেল।
১৫.উত্তর আমেরিকার কোন দেশকে হ্রদ ও আগ্নেয়গিরির দেশ বলা হয়?
-নিকারাগুয়া।
১৬.উত্তর আমেরিকার কোন দেশকে মশার উপকূল বলা হয়?
-নিকারাগুয়াকে।
১৭.আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?
-নায়াগ্রা।
১৮.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কী?
-নায়াগ্রা।
১৯.উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক কোনটি?
-কানাডার উড বাফেলো।
২০.উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন কোনটি?
-ডেথ ভ্যালি।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]