Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5880
১.বিশ্বের কোন দেশে সাংবিধানিক প্রধান হিসেবে খলিফার পদ রয়েছে?
-বাহরাইন।
২.ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ একই সাথে কয়টি দেশের রানি?
-১৬টি। যুক্তারাজ্য এবং কমনওয়েথভুক্ত ১৫টি দেশ। যথা:
১.অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা
২.অস্ট্রেলিয়া
৩.বাহামাস
৪.বার্বাডোস
৫.বেলিজ
৬.কানাডা
৭.গ্রানাডা
৮.জ্যামাইকা
৯.নিউজিল্যান্ড
১০.পাপুয়া নিউগিনি
১১.সেন্ট কিটস অ্যান্ড নেভিস
১২.সেন্ট লুসিয়া
১৩.সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স
১৪.সলোমন দ্বীপপুঞ্জ এবং
১৫.টুভ্যালু

৩.বিশ্বের কোন দেশের রাষ্ট্রপ্রধানের পদবি সম্রাট?
-জাপান।
৪.কোন দেশগুলোর রাষ্ট্রপ্রধানের পদবি সুলতান?
-ব্রুনাই ও ওমান।
৫.আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে?
-৮ জানুয়ারি ১৯১২।
৬.ANC এর পূর্ণরূপ কী?
-African National Congress.
৭.ANC এর পূর্বনাম কী?
-South African Native National Congress.
৮.যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম কী?
-রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি।
৯.যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রতীক কী?
-হাতি।
১০.যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক কী?
-গাধা।
১১.জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা কবে?
-১৫ নভেম্বর ১৯৫৫ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    602 Views
    by romen
    0 Replies 
    700 Views
    by romen
    0 Replies 
    2445 Views
    by bdchakriDesk
    0 Replies 
    346 Views
    by Romana
    0 Replies 
    66 Views
    by rana

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]