Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5865
১.ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক।
২.বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?
-ভুটান।
৩.নিউজিল্যান্ডের রাজধানী কোথায়?
-ওয়েলিংটন।
৪.লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোথায়?
-ভারত।
৫.জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা।
৬.বিশ্বের প্রথম ই-পাসপোর্ট চালু করে কোন দেশ?
-মালয়েশিয়া।
৭.আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখ?
-১০ ডিসেম্বর।
৮.হারারে’র পূর্ব নাম কী?
-সলসব্যারি।
৯.ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
-মরক্কো।
১০.আন্তর্জাতিক নারী দিবস কবে?
-৮ মার্চ।
১১.বুলগেরিয়ার রাজধানীর নাম কী?
-সোফিয়া।
১২.নেপোলিয়ান বোনাপোর্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
-ফ্রান্স।
১৩.টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয় কত সালে?
-২০০৭ সালে।
১৪.ফোর্থ এস্টেট বলতে কী বোঝায়?
-সংবাদপত্র।
১৫.আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় কত?
-১৮০ ডিগ্রি বরাবর।
১৬.বিশ্ব ডাক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
-সুইজারল্যান্ড।
১৭.নিকোবর দ্বীপ এর মালিকানা কোন দেশের?
-ভারত
১৮.গণচীনের প্রতিষ্ঠাতা কে?
-মাও সে তুং।
১৯.পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
-সুইডেন।
২০.ভারতের বিমানবাহিনী এর বর্তমান প্রধান কে?
-এয়ার মার্শাল রকেশ কুমার সিং ভাদৌরিয়া।
২১.যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে কী বলা হয়?
-রানিংমেট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    2 Replies 
    1216 Views
    by masum
    1 Replies 
    1467 Views
    by anwar
    2 Replies 
    1996 Views
    by bakeer
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]