Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5831
১.ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে কী বলে?
-হ্যারিকেন।
২.টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে কত সাল পর্যন্ত?
-২০৩০ সাল।
৩.জর্জিয়ার রাজধানী তিবিলিসি কোথায় অবস্থিত?
-কুরা নদীর তীরে।
৪.জনসংখ্যা ও আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
-সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
৫.অ্যান্টার্কটিকা মহাদেশের সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
-মাউন্ট ইরেবাস।
৬.পঞ্চইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
-মকবুল ফিদা হোসেন।
৭.ভারতের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল কোনটি?
-ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
৮.সুয়েজ খাল চালু হয় কত সালে?
-১৮৬৯ সালে।
৯.মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
-লিওনার্দো দ্য ভিঞ্চি।
১০.বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কত তারিখে?
-১০ ডিসেম্বর।
১১.কাল মার্কস মৃত্যুবরণ করেন কোথায়?
-যুক্তরাজ্যে।
১২.ঐতিহাসিক ব্ল মসজিদ কোথায় অবস্থিত?
-ইস্তানবুল, তুরস্ক।
১৩.পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৪.বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরি করে?
-চীন।
১৫.বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম ৫জি চালু করে কে?
-দক্ষিণ কোরিয়া।
১৬.ভারতের প্রথম লোকপাল –
-অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ।
১৭.কাজাখস্তানের রাজধানীর নতুন নাম কী?
-নুরসুলতান।
১৮.বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
-ডেভিড রবার্ট ম্যাসপাস
১৯.টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
-সুইডেন।
২০.নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে হামলা হয় কত সালে?
-১৫ মার্চ ২০১৯।
    Similar Topics

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]