Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5795
১.গ্রিসের আরেকটি নাম কী?
-হেলাস ।
২.ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে পরাজিত হয় কত সালে?
-১৯৮২ সালে।
৩.ইতিহাস বিখ্যায় ট্রয় নগরী অবস্থিত কোথায়?
-তুরস্ক।
৪.পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়?
-ব্যাবিলনে।
৫.বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়?
-জাপান।
৬.জাপানের গোয়েন্দা সংস্থার নাম কী?
-নাইচো।
৭.জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে?
-১৯৪৯ সালে।
৮.ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
-১৯৭৮ সালে।
৯.গ্রিনহাউস গ্যাস নির্গমণ সংক্রান্ত একটি চুক্তি কী?
-কিয়েটো প্রটোকল।
১০.বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-সোফি উইলমস।
১১.ভারতীয় নাগরিকত্ব আইন কার্যকর হয় কত সালে?
-৩০ ডিসেম্বর ১৯৫৫।
১২.জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কত তারিখে?
-৪ ডিসেম্বর।
১৩.৩০ তম ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
-ওয়াটফোর্ড, যুক্তরাজ্য।
১৪.বর্তমানে বিশ্বের সর্বকণিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
-সানা মেরিন।
১৫.জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটি?
-গামা রশ্মি।
১৬.জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মারা যায়?
-দ্যাগ হ্যামারশোল্ড।
১৭.জাতিসংঘের পতাকায় কোন দুটি রং রয়েছে?
-নীল ও সাদা।
১৮.ওইক এর অফিশিয়াল ভাষা তিনটি কী কী?
-আরবি, ইংরেজি ও ফারসি।
১৯.ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কতটি?
-২৮টি।
২০.বিশ্বের প্রথম লাইব্রেরী প্রতিষ্ঠিত হয় কত সালে?
-২৫০০ খ্রি.পূর্বাব্দে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    8 Views
    by rana
    0 Replies 
    7 Views
    by rajib
    0 Replies 
    8 Views
    by rajib
    0 Replies 
    13 Views
    by shohag
    0 Replies 
    859 Views
    by shahan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]