Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5726
১.বর্তমানে ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন অঞ্চল বা উপনিবেশ কী কী?
-১.বাসাস দ্য ইন্ডিয়া
২.ক্লিপারটন দ্বীপপুঞ্জ
৩.ইউরোপা দ্বীপপুঞ্জ
৪.ফ্রেঞ্চ গায়ানা
৫.ফ্রেঞ্চ পলিনেসিয়া
৬.ফ্রেঞ্চ সাউদার্ন অ্যান্ড এন্টারটিক ল্যান্ডস
৭.গ্লোরিয়োসো দ্বীপপুঞ্জ
৮.গুয়াদেলোপ
৯.জুয়ান দ্য নোভা দ্বীপপুঞ্জ।
১০.ম্যারিটিনিকুয়ে
১১.মেয়েতো
১২.নিউ ক্যালিদোনিয়া
১৩.রিইউনিয়ন
১৪.সেস্ট পিয়ারে অ্যান্ড মিকুয়েলন
১৫.ট্রমলিন দ্বীপপুঞ্জ
১৬.ওয়ালিস অ্যান্ড ফুটুনা।
২.বর্তমানে নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণাধীন অঞ্চল বা উপনিবেশ কী কী?
-আরুনা, নেদ্যারল্যান্ডস অ্যানটিলিস ।
৩.বর্তমানে নরওয়ে নিয়ন্ত্রণাধীন অঞ্চল বা উপনিবেশ কী কী?
-বুভেট দ্বীপপুঞ্জ, জ্যান মেয়েন, স্থলবার্ড।
৪.বর্তমানে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন অঞ্চল কি কি?
-গ্রিনল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ।
৫.বর্তমানে নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণাধীন অঞ্চল বা উপনিবেশ কী কী?
-কুক দ্বীপপুঞ্জ, নিউ, টোকেলু।
৬.হংকং কবে চীনের কাছে হস্তান্তর করা হয়?
-১ জুলাই ১৯৯৭।
৭.ম্যাকাও কোন দেশটির উপনিবেশ ছিল?
-পর্তুগাল।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]