Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5655
দক্ষিণ কোরিয়া
১.অবিভক্ত কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে কবে?
-১ মার্চ ১৯১৯।
২.রিপাবলিক অব কোরিয়া এর প্রতিষ্ঠা কবে?
-১৫ আগস্ট ১৯৪৮ সালে।
৩.অবিভক্ত কোরিয়া কোন দেশের দখলে ছিল?
-জাপান।
৪.জাতীয় পতাকার নাম কী?
-Taegeukgi.
৫.প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-পার্ক জিউন হাই।
৬.প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-লি বিয়োম সিওক।
৭.অবিভক্ত কোরিয়া তথা দক্ষিণ কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে?
-Syngman Rghee.
৮.জাতীয় ফুলের নাম কী?
-Mugunghwa.
৯.দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক অবস্থান কী?
-উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ-পূর্ব কোরিয়া প্রণালী, পশ্চিমে পীত সাগর।
১০.জাপান ও দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
-কোরিয়া প্রণালী।

সিঙ্গাপুর
১.প্রথম প্রধানমন্ত্রী কে?
-লি কুয়ান ইউ।
২.প্রথম প্রেসিডেন্ট কে?
-ইনসিক ইউসুফ ইসহাক।
৩.জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে?
-অং তেং চিয়ং।
৪.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-মানিটারি অথোরিটি অফ সিঙ্গাপুর।
৫.জাতীয় পতাকার বর্ণনা কী?
-দুটি অনুভূমিক ফিতার উপরের রং লাল এবং নিচের রং সাদা। লাল রংয়ের ফিতার এক পাশে সাদা একটি অর্ধচন্দ্র এর মধ্যে সাদা পাঁচটি তারকা।
৬.প্রধান প্রতীক কী?
-সিংহ।
৭.মুসলিম দেশ নয়, কিন্তু পতাকায় চাঁদ-তারা আছে কোন দেশের?
-সিঙ্গাপুর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]