Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5618
ফিলিস্তিন
১.প্রধান শহর কি কি?
-জেরুজালেম, গাজা, রামাল্লা, জেনিন, তুলকার্ম, জেরিকো, বেথেলহেম, রাফা, হেবরন, নাবলুস, কালকিলাহ প্রভৃতি।
২.প্রথম প্রেসিডেন্ট কে?
-ইয়াসির আরাফাত।
৩.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-প্যালেস্টাইন মনিটারি অথরিটি।
৪.জাতীয় বিমান সংস্থার নাম কী?
-প্যালেস্টাইন এয়ারলাইন্স ।
৫.ফিলিস্তিন মুক্তি সংস্থা গঠিত হয় কবে?
-২৮ মে ১৯৬৪ সালে।
৬.পিএলও’র সদর দপ্তর কোথায়?
-রামাল্লা, ফিলিস্তিন।
৭.আনরোয়া কি?
-ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা।
৮.পিএলও এবং ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি দেয় কবে?
-১০ সেপ্টেম্বর ১৯৯৩ সালে।
৯.ফিলিস্তিনিদের কাছে জেরিকো শহর হস্তান্তর করা হয় কবে?
-১৩ মে ১৯৯৪ সালে।
১০.ইসরায়েল ফিলিস্তিনিদের নিকট গাজা হস্তান্তর করে কবে?
-১৭ মে ১৯৯৪।
১১.স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে?
-১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
১২.স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
-আলজেরিয়া।
১৩.ইয়াসির আরাফাতের দলের নাম কী?
-আল ফাতাহ।
১৪.পিএলও এর আল ফাতাহ গ্রুপ গঠিত হয় কবে?
-১০ অক্টোবর ১৯৫৯ সালে।
১৫.ইয়াসির আরাফাত পিএলও প্রধানের পদে নিযুক্ত হন কবে?
-২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
১৬.হামাস কী?
-ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন।
১৭.হামাস কবে প্রতিষ্ঠিত হয়?
-১৪ ডিসেম্বর ১৯৮৭।
১৮.হামাস এর প্রতিষ্ঠাতা কে?
-শেখ আহমদ ইয়াসিন।
১৯.মাহমুদ আব্বাসের ডাক নাম কী?
-আবু মাজেন।
২০.প্রথম ক্রশেড পরিচালনা করেন কে?
-গডফ্রে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]