Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5552
তুরস্ক
১.তুরস্কের বৃহত্তম শহর কোনটি?
-ইস্তানবুল।
২.ইস্তানবুলের পূর্ব নাম কী?
-যথাক্রমে বাইজেন্টিয়াম, কনস্টানটিন, কনস্টান্টিনোপল, কনস্টান্টিপোলিশ, স্টিমপল, এস্তানবুল ও ইস্তাবুল।
৩.কোন সময়কাল পর্যন্ত ইস্তানবুল তুরস্কের রাজধানী ছিল?
-১৪৫৩-১৯২৩ সাল।
৪.কবে ইস্তানবুল থেকে রাজধানী স্থানান্তর করা হয়?
-১৯২৩ সালে।
৫.তুরস্ক প্রাচীন কোন সাম্রাজ্যের কেন্দ্রভূমি?
-অটোমান সাম্রাজ্য।
৬.কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন?
-১ নভেম্বর ১৯২২।
৭.অটোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
-প্রথম বুরসা, দ্বিতীয় এডরিন এবং তৃতীয় ইস্তানবুল।
৮.কবে তুরস্ক ও সংযুক্ত বাহিনীর মধ্যে সুইজারল্যান্ডের লুসানে চুক্তি সম্পাদিত হয়?
-২৪ জুলাই ১৯২৩।
৯.গ্রে উলফ নামে কে পরিচিত?
-কামাল আতাতুর্ক।
১০.তুরস্ককে এশিয়া ও ইউরোপ থেকে পৃথক করেছে –
-মর্মর সাগর, বসফরাস প্রণালী এবং দার্দেনেলিস।
১১.প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
-আনাতোলিয়া।
১২.তুরস্ক কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
-২৩ অক্টোবর ১৯২৩।
১৩.আধুনিক তুরস্কের জনক কে?
-মোস্তফা কামাল আতাতুর্ক।
১৪.আতাতুর্ক কার উপাধি?
-মোস্তফা কামাল।
১৫.তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কে?
-মোস্তফা কামাল আতাতুর্ক।
১৬.প্রথম প্রধানমন্ত্রী কে?
-মোস্তফা কামাল আতাতুর্ক।
১৭.তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
-তানসু সিলার ।
১৮.ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
-তুরস্কে।
১৯.উত্তর সাইপ্রাসকে স্বীকৃতিদানকারী একামাত্র দেশ কোনটি?
-তুরস্ক।
২০.কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
-তুরস্ক।
২১.বিশ্বের কোন নগরী দুটি মহাদেশে অবস্থিত?
-ইস্তানবুল (এশিয়া ও ইউরোপ)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    575 Views
    by shahan
    0 Replies 
    564 Views
    by kajol
    0 Replies 
    468 Views
    by romen
    0 Replies 
    377 Views
    by tumpa
    0 Replies 
    450 Views
    by shahan

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]