Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5525
২০২০ সালের পুরস্কার বিজয়ী
ক্যাটাগরি – বিজয়ী – দেশ
আইনের শাসন – বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, -বাংলাদেশ
Dejusticia: The Center for Law, Justice and Society- কলম্বিয়া
The Legal Agenda – লেবানন
সিনোলজি – ওয়াং গুয়াংজু – অস্ট্রেলিয়া
চার্লস ডিনারেল – যুক্তরাষ্ট্র
জৈব প্রযুক্তি – মার্ক ফিল্ডম্যান – অস্ট্রেলিয়া
বিজ্ঞান – তাদামিৎসু কিশিমতো – জাপান
টেকসই উন্নয়ন – জেন গুডাল – যুক্তরাজ্য।

জাতিসংঘ নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা পুরস্কার
১.জাতিসংঘ সাধারণ পরিষদ কবে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা পুরস্কার প্রবর্তন করে?
-২ এপ্রিল ২০১৫।
২.কত বছর পর জাতিসংঘ নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা পুরস্কার প্রদান করা হয়?
-পাঁচ বছর অন্তর।
৩.২০২০ সালে এ পুরস্কার লাভ করেন কে?
-মারিয়ানা ভি.ভার্ডিনোইয়ান্নিস এবং ডা. মোরিসসেন্ডা কৌয়াতে (গায়ানা)।

এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড
১.এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড প্রবর্তিত হয় কবে?
-২০১৭ সালে।

নোবেল পুরস্কার ২০২০
১.২০২০ সালে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পুরস্কার লাভ করেন?
-১১ জন ব্যক্তি এবং একটি সংস্থা।
২.বর্তমানে নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
-১ কোটি সুইডিশ ক্রোনা।
৩.সাহিত্যে নোবেলজয়ী নারী কতজন?
-১৬ জন।
৪.২০১৭ সালে প্রথম এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে?
-কবি ইউরিয়ারখাই ডামনিসুরেন।
৫.২০২০ সালে এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে?
-কথাসাহিত্যিক শাহীন আখতার (বাংলাদেশ)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]