- Wed Jan 13, 2021 10:15 am#5517
সিরিয়া
১.সিরিয়ার উল্লেখযোগ্য স্থান কী কী?
-বসরা, দারা, নাসিব, দামাস্কাস, সোয়েদা, রাক্কা, হামা, হোমস, হাসাখে, ইদলেব, সারকেভ ইত্যাদি।
২.সিরিয়ার সংবাদ সংস্থার নাম কী?
-সিরিয়ান আরব নিউজ এজেন্সি।
৩.সিরিয়ান আরব নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৬৫ সালে।
৪.গোলান মালভূমি কোন দেশে অবস্থিত?
-সিরিয়ায়।
৫.ইসরাইল কবে গোলান মালভূমি দখল করে নেয়?
-১৯৬৭ সালের ৫-৬ জুন অনুষ্ঠিত তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে।
৬.সিরিয়া ও মিশর কবে একত্রিত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র নামকরণ হয়?
-২১ ফেব্রুয়ারি ১৯৫৮।
৭.সিরিয়া ও মিশর কবে আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয়?
-১৩ অক্টোবর ১৯৬১।
৮.সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
-সিরিয়াকে।
৯.কোথায় বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়?
-সিরিয়ার উগারিটে।
১০.বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর কোনটি?
-দামাস্কাস, সিরিয়া।
১১.সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট কে?
-শুকরি আল কোয়াটলি।
১২.হাফিজ আল আসাদ এর প্রেসিডেন্ট পদের সময়কাল কত ছিল?
-২২ ফেব্রুয়ারি ১৯৭১-১০ জুন ২০০০।
১৩.সিরিয়ায় হামা গণহত্যা সংঘটিত হয় কবে?
-২-২৮ ফেব্রুয়ারি ১৯৮২।
১৪.সিরিয়ার ক্ষমতাসীন দলের নাম কী?
-বাথ আরব সোস্যালিস্ট পার্টি।
১৫.ফ্রি সিরিয়ান আর্মি কি?
-সিরিয়ার সেনাবাহিনী থেকে দলত্যাগী সৈন্যদের নিয়ে গঠিত বাহিনী।
১৬.সিরিয়ায় বাশার আল আসাদবিরোধী প্রধান গ্রুপের নাম কী?
-সিরিয়ান ন্যাশসাল কাউন্সিল।
১৭.সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল কবে গঠিত হয়?
-২১ আগস্ট ২০১১ সালে।
১৮.সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এর সদর দপ্তর কোথায়?
-ইস্তানবুল, তুরস্ক।
১৯.সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে ফেন্ডস অব সিরিয়া সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-২৪ ফেব্রুয়ারি ২০১২।
২০.আলেপ্পো শহরটি কোন দেশের?
-সিরিয়ার।
১.সিরিয়ার উল্লেখযোগ্য স্থান কী কী?
-বসরা, দারা, নাসিব, দামাস্কাস, সোয়েদা, রাক্কা, হামা, হোমস, হাসাখে, ইদলেব, সারকেভ ইত্যাদি।
২.সিরিয়ার সংবাদ সংস্থার নাম কী?
-সিরিয়ান আরব নিউজ এজেন্সি।
৩.সিরিয়ান আরব নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৬৫ সালে।
৪.গোলান মালভূমি কোন দেশে অবস্থিত?
-সিরিয়ায়।
৫.ইসরাইল কবে গোলান মালভূমি দখল করে নেয়?
-১৯৬৭ সালের ৫-৬ জুন অনুষ্ঠিত তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে।
৬.সিরিয়া ও মিশর কবে একত্রিত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র নামকরণ হয়?
-২১ ফেব্রুয়ারি ১৯৫৮।
৭.সিরিয়া ও মিশর কবে আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয়?
-১৩ অক্টোবর ১৯৬১।
৮.সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
-সিরিয়াকে।
৯.কোথায় বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়?
-সিরিয়ার উগারিটে।
১০.বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর কোনটি?
-দামাস্কাস, সিরিয়া।
১১.সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট কে?
-শুকরি আল কোয়াটলি।
১২.হাফিজ আল আসাদ এর প্রেসিডেন্ট পদের সময়কাল কত ছিল?
-২২ ফেব্রুয়ারি ১৯৭১-১০ জুন ২০০০।
১৩.সিরিয়ায় হামা গণহত্যা সংঘটিত হয় কবে?
-২-২৮ ফেব্রুয়ারি ১৯৮২।
১৪.সিরিয়ার ক্ষমতাসীন দলের নাম কী?
-বাথ আরব সোস্যালিস্ট পার্টি।
১৫.ফ্রি সিরিয়ান আর্মি কি?
-সিরিয়ার সেনাবাহিনী থেকে দলত্যাগী সৈন্যদের নিয়ে গঠিত বাহিনী।
১৬.সিরিয়ায় বাশার আল আসাদবিরোধী প্রধান গ্রুপের নাম কী?
-সিরিয়ান ন্যাশসাল কাউন্সিল।
১৭.সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল কবে গঠিত হয়?
-২১ আগস্ট ২০১১ সালে।
১৮.সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল এর সদর দপ্তর কোথায়?
-ইস্তানবুল, তুরস্ক।
১৯.সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে ফেন্ডস অব সিরিয়া সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
-২৪ ফেব্রুয়ারি ২০১২।
২০.আলেপ্পো শহরটি কোন দেশের?
-সিরিয়ার।