Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5498
মহাদেশ
মহাদেশ–আয়তন–পৃথিবীর আয়তনের শতকরা হার–দেশসংখ্যা–জাতিসংঘভুক্ত দেশ–সর্বোচ্চ স্থান
এশিয়া – ৪,৪৫,৭৯,০০০ – ৩০% - ৪৪ – ৪৪ – মাউন্ট এভারেস্ট
আফ্রিকা – ৩,০২,২১,০০০ – ২০.০% - ৫৪ – ৫৪ – কিলিমাঞ্জারো
উ. আমেরিকা- ২,৪২,৫৬,০০০- ১৬.৫% - ২৩ – ২৩ – ডেনালি
দ. আমেরিকা – ১,৭৮,১৯,০০০- ১২% - ১২ – ১২ – অ্যাকঙ্কাগুয়া
ইউরোপ – ৯৯,৩৮,০০০ – ৬.৮% - ৪৮- ৪৬ – মাউন্ট এলব্রাস
ওশেনিয়া – ৮১,১২,০০০ -৫.৮% - ১৪- ১৪ – পুঁসাক জায়া
অ্যান্টার্কটিকা – ১,৩২,০৯,০০০- ৮.৯% ----- ভিনসন ম্যাসিফ
মোট – ১৪,৮১,৩৪,০০০ – ১০০% - ১৯৫ – ১৯৩ –

অঞ্চলভিত্তিক এশিয়ার দেশসমূহ
দক্ষিণ এশিয়া- ৯টি। যথা:
১.বাংলাদেশ,
২.ভারত
৩.পাকিস্তান
৪.শ্রীলংকা
৫.পোল
৬.ভুটান
৭.মালদ্বীপ
৮.আফগানিস্তান
৯.ইরান

দক্ষিণ-পূর্ব এশিয়া – ১১ টি। যথা –
১.ইন্দোনেশিয়া
২.মালয়েশিয়া
৩.সিঙ্গাপুর
৪.থাইল্যান্ড
৫.ভিয়েতনাম
৬.লাওস
৭.কম্বোডিয়া
৮.ব্রুনাই
৯.পূর্ব তিমুর
১০.ফিলিপাইন
১১.মিয়ানমার

পূর্ব এশিয়া – ৫টি। যথা:
১.চীন
২.জাপান
৩.উত্তর কোরিয়া
৪.দক্ষিণ কোরিয়া
৫.মঙ্গোলিয়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    18435 Views
    by rafique
    0 Replies 
    10509 Views
    by rajib
    0 Replies 
    6138 Views
    by Romana
    0 Replies 
    4489 Views
    by rana
    0 Replies 
    4180 Views
    by kajol

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]