Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5489
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার
১.আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রবর্তিত হয় কবে?
-২০০৫ সালে।
২.আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের অর্থমূল্য কত?
-১ লাখ ইউরো।
৩.আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান কোন অবদানের জন্য করা হয়?
-শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য।
৪.কত বছর বয়সিদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়?
-১২-১৮ বছর।
৫.২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে?
-এনকোসি জনসন (দক্ষিণ আফ্রিকা)।
৬.২০২০ সালের ১৬ তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে?
-সাদাত রহমান (বাংলাদেশ)।

বুকার পুরস্কার
১.বুকার পুরস্কার প্রবর্তিত হয় কবে?
-১৯৬৯ সালে।
২.বুকার পুরস্কারের সম্পূরক হিসেবে বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার প্রবর্তিত হয় কবে?
-জুন ২০০৪।
৩.দ্বি-বার্ষিক ভিত্তিতে কোন সাল থেকে বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেয়া হয়?
-২০০৫ সাল।
৪.কোন সাল থেকে প্রতিবছর নির্দিষ্ট উপন্যাসের জন্যে বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেয়া হয়?
-২০১৬ সাল।
৫.২০২০ সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে?
-ম্যারিকি লুকাস রিজনেভেল্ড।
৬.২০২০ সালে বুকার পুরস্কার লাভ করেন কে?
-ডগলাস স্টয়ার্ট ।

শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট
১.শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট এর প্রবর্তক কে?
-ইউরোপীয় পার্লামেন্ট।
২.২০২০ সালে শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অব থট লাভ করেন কে?
-বেলারুশের গণতান্ত্রিক আন্দোলন।

ট্যাংগ পুরস্কার
১.ট্যাংগ পুরস্কার প্রবর্তন করেন কে?
-তাইওয়ানের বেসকারি উদ্যোক্তা ড. স্যামুয়েল ইয়িন।
২.কতটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়?
-৪টি।
৩.প্রথম ট্যাংগ পুরস্কার প্রদান করা হয় কবে?
-২০১৪ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]