Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5483
সৌদি আরব
১.সৌদি আরবের সংবিধান কী?
-কোনো লিখিত সংবিধান নেই। ইসলামী আইন মোতাবেক পরিচালিত।
২.মদিনার পূর্ব নাম কি ছিল?
-ইয়াসরিব ।
৩.সৌদি আরব কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
-২৪ অক্টোবর ১৯৪৫।
৪.বর্তমানে সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
-আবদুল আজিজ ইবনে সউদ।
৫.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সৌদি অ্যারাবিয়ান মনিটারি এজেন্সি।
৬.সংবাদ সংস্থার নাম কী?
-সৌদি প্রেস এজেন্সি।
৭.সৌদি আরবের আইন সভার নাম কী?
-দেশটির কোনো আইন সভা নেই।
৮.বিচার ব্যবস্থা কিরূপ?
-ইসলামী আইন অনুযায়ী বিচার করা হয়।
৯.কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না?
-সৌদি আরব।
১০.মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
-সৌদি আরব।

শ্রীলংকা
১.শ্রীলংকার জনক কে?
-ডন স্টিফেন সেনানায়েকে।
২.শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
-টেম্পল ট্রি।
৩.শ্রীলংকার প্রশাসনিক রাজধানীর নাম কী?
-শ্রী জয়বর্ধানেপুরা কোটে।
৪.প্রথম রাষ্ট্রপতি কে?
-উইলিয়াম গোপাল্লাওয়া।
৫.শ্রীলংকার প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৬ বছর।
৬.প্রথম প্রধানমন্ত্রী কে?
-ডন স্টিফেন সেনানায়েকে।
৭.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা।
৮.সরকারি সংবাদসংস্থার নাম কী?
-লংকাপুভাথ।
৯.জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
-১৪ ডিসেম্বর ১৯৫৫।
১০.শ্রীলংকার পূর্ব নাম কী?
-সিলন।
১১.সিংহলের নাম পরিবর্তন করে শ্রীলংকা কবে রাখা হয়?
-১৯৭২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]