Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5469
আন্তর্জাতিক
বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার
১.বাদশাহ ফয়সাল ফাউন্ডেশন কবে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে?
-১৯৭৭ সালে।
২.প্রথম এ পুরস্কার প্রদান করা হয় কবে?
-১৯৭৯ সালে।
৩.বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারের ক্ষেত্র কতটি?
-৫টি।

২০২০ সালের বিজয়ীরা
ইসলাম ধর্মের বিশেষ অবদান: The Makkah Charter (সৌদি আরব)
ইসলামী শিক্ষা: ড. মোহাম্মদ হাশিম ঘোসেহ (জর্ডান)
আরবি ভাষা ও সাহিত্য: অধ্যাপক মাইকেল জি কার্টার (অস্ট্রেলিয়া)
চিকিৎসা: অধ্যাপক স্টয়ার্ট অরকিন (যুক্তরাষ্ট্র)
বিজ্ঞান: অধ্যাপক জিয়াংডং ওয়াং (যুক্তরাষ্ট্র)

সিডনি শান্তি পুরস্কার
১.সিডনি শান্তি পুরস্কারের প্রবর্তক কে?
-অস্ট্রেলিয়ার সিডনি পিস প্রাইজ ফাউন্ডেশন।
২.সিডনি শান্তি পুরস্কার প্রথম প্রদান করা হয় কবে?
-১৯৯৮ সালে।
৩.২০২০ সালে সিডনি শান্তি পুরস্কার লাভ করে কে?
-Midnight Oil.

অ্যাবেল পুরস্কার
১.গনিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কী?
-অ্যাবেল পুরস্কার।
২.২০২০ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
-ইসরাইলি বংশোদ্ভত মার্কিন নাগরিক হ্যারি ফার্স্টেনবার্গ এবং রুশ বংশোদ্ভত মার্কিণ নাগরিক গ্রিগরি মার্গুলিস।

সিউল শান্তি পুরস্কার
১.১৯৮৮ সালের সিউল অলিম্পিককে স্মরণীয় করে রাখার জন্য দ্য সিউল প্রিস প্রাইজ প্রবর্তন করা হয় কবে?
-১৯৯০ সালে।
২.২০২০ সালে ১৫ তম সিউল শান্তি পুরস্কার লাভ করেন কে?
-থমাস বাখ (জার্মানি)।

বিশ্ব খাদ্য পুরস্কার
১.বিশ্ব খাদ্য পুরস্কারের প্রবর্তক কে?
-নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নরম্যান বরলাগ।
২.২০২০ সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন কে?
-রতন লাল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]