Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5467
বৈশ্বিক শান্তি সূচক
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-Institute for Economics and Peace, অস্ট্রেলিয়া।
২.বৈশ্বিক শান্তি সূচকে অন্তর্ভুক্ত দেশ কতটি?
-১৬৩টি।
৩.বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?
-আইসল্যান্ড।
৪.বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
-আফগানিস্তান।
৫.বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
-১৯.ভুটান ৭৩.নেপাল ৭৭.শ্রীলংকা ৯৭.বাংলাদেশ, ১৩৯.ভারত ১৫২.পাকিস্তান ও ১৬৩.আফগানিস্তান।

অর্থনৈতিক স্বাধীনতা সূচক
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত হেরিটেজ ফাউন্ডেশন।
২.অন্তর্ভুক্ত দেশ কতটি?
-১৮৬টি।
৩.শীর্ষ দেশ কোনটি?
-সিঙ্গাপুর।
৪.সর্বনিম্ন দেশ কোনটি?
-উত্তর কোরিয়া।
৫.সার্কভুক্ত দেশের অবস্থান কোথায়?
-৮৫.ভুটান, ১১২.শ্রীলংকা, ১১৯.মালদ্বীপ, ১২০.ভারত ১২২.বাংলাদেশ ১৩৫.পাকিস্তান ১৩৬.আফগানিস্তান, ১৩৯.নেপাল ।

বৈশ্বিক বিলিয়নিয়ার
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-ফরবিস, যুক্তরাষ্ট্র।
২.প্রতিবেদনে আন্তর্ভুক্ত করা হয়েছে কত জনকে?
-২,০৯৫ জনকে।
৩.শীর্ষ ধনী ব্যক্তি কে?
-জেফ বেজোস (যুক্তরাষ্ট্র)।

উদীয়মান অর্থনীতির দেশের অর্থনৈতিক সক্ষমতা
১.প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-দি ইকোনোমিস্ট পত্রিকা।
২.অন্তর্ভুক্ত দেশ কতটি?
-৬৬টি।
৩.অর্থনৈতিক সক্ষমতায় শীর্ষ দেশ কোনটি?
-বসসোয়ানা।
৪.ঝুকিপূর্ণ দেশ কোনটি?
-ভেনিজুয়েলা।
৫.সার্কভুক্ত দেশের অবস্থান-
-৯.বাংলাদেশ ১৮.ভারত ৪৩.পাকিস্তান ও ৬১.শ্রীলঙ্কা ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1514 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1843 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1844 Views
    by rafique
    0 Replies 
    61 Views
    by shohag
    0 Replies 
    67 Views
    by shihab

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]