Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5460
ফিলিপাইন
১.দেশটি কতটি দ্বীপ নিয়ে গঠিত?
-৭,১০৭টি।
২.পর্তগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান কবে ফিলিপাইনে পৌঁছান?
-১৬ মার্চ ১৫২১ সালে।
৩.ফিলিপাইনে স্পেনের ঐপনিবেশিক সরকার গঠিত হয় কবে?
-১৫৭১ সালে।
৪.কবে কোন যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন দখল করে নেয়?
-২৫ এপ্রিল-১২ আগস্ট ১৮৯৮।
৫.কে কবে ফিলিপাইনের স্বাধীনতা ঘোষণা করেন?
-চীনা বংশোদ্ভত ফিলিপিনো নেতা এমিলিও আগিনালদো, ১২ জুন ১৮৯৮।
৬.স্বাধীনতার পূর্বে ফিলিপাইন স্বায়ত্তশাসন লাভ করে কবে?
-২৫ মার্চ ১৯৩৪ সালে।
৭.ফিলিপাইন-আমেরিকা যুদ্ধ সংঘটিত হয় কবে?
-২ জুন ১৮৯৯-৪ জুলাই ১৯০২।
৮.ফিলিপাইনের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-কোনাজান একুইনো।
৯.ফিলিপাইনের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট কে?
-গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়া।
১০.কার নামানুসারে ফিলিপাইন দেশটির নাম রাখা হয়েছে?
- স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের।
১১.ফিলিপাইন কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
-২৪ অক্টোবর ১৯৪৫।
১২.জুয়েতেং গেটম্ব কেলেঙ্কারিতে জড়িত ছিলেন কে?
-সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা।
১৩.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-Bangko Sentral ng Pilipins.
১৪.সরকারি সংবাদ সংস্থার নাম কী?
-ফিলিপাইনস নিউজ এজেন্সি।
১৫.ফিলিপাইনের মুসলিম গেরিলা সংগঠন আবু সায়াফম্ব প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৯১ সালে।
১৬.আবু সায়েফ এর লক্ষ্য কী?
-বাংসামোরো প্রদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।
১৭.মুসলিম রাষ্ট্র মোরো ইসলামী লিবারেশন ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৭৭ সালে।
১৮.মোরো ন্যাশনাল লিবারেশন রাষ্ট্র ফ্রন্ট কে কবে প্রতিষ্ঠা করেন?
-নুর মিশোরী, ৮ মার্চ ১৯৬৮ সালে।
১৯.রাজা সোলায়মান মুভমেন্ট কবে গঠিত হয়?
-১৯৯১ সালে।
২০.স্বাধীন ফিলিপাইনের প্রথম প্রেসিডেন্ট কে?
-ম্যানুয়েল রোক্সাস।
২১.প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
-মালাকানান প্রাসাদ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    575 Views
    by shahan
    0 Replies 
    562 Views
    by kajol
    0 Replies 
    468 Views
    by romen
    0 Replies 
    377 Views
    by tumpa
    0 Replies 
    450 Views
    by shahan

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]