Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5452
এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার
১. এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় কবে?
-২০১৫ সালে।
২.কোন কোন ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়?
-মূলত কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রতিবছর একজন প্রবীন ও একজন নবীণ কথাসাহিত্যিককে এ পুরস্কার দেয়া হয়।
৩.পুরস্কারের অর্থমূল্য কত?
-সামগ্রিক অবদানের জন্য পাঁচ লাখ ও নবীন কথাসাহিত্যিককে এক লাখ টাকার পাশাপাশি ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়।
৪.২০২০ সালে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
-সামগ্রিক অবদানের জন্য হাসনাত আবদুল হাই ও নবীন কথাসাহিত্যিক হিসেবে নাহিদা নাহিদ।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক
১.বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হয় কখন থেকে?
-২০২১ সাল।
২.কতটি ক্যাটাগরিতে দেয়া হবে?
-২টি।
৩.পুরস্কারের অর্থমূল্য কত?
-৪ লাখ টাকা। ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণপদক ও একটি সম্মানপত্র।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পদক
১.পদক প্রদানের বিষয়সমূহ কী?
-ভৌত বিজ্ঞান,জীববিজ্ঞান, প্রকৌশলবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পরিবেশ ও জলবায়ু, দেশীয় প্রযুক্তি উদ্ভাবন ও কৃষিবিজ্ঞান।
২.কীসের ভিত্তিতে এ পদক প্রদান করা হবে?
-বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যক্তিগত, দলগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিশেষ অবদান রাখার জন্য এ পদক প্রদান করা হবে।
৩.পুরস্কারের অর্থমূল্য কত?
-সম্মাননা পত্রসহ ১৮ ক্যারেট মানের ২০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও নগদ ৪ লাখ টাকা।

বেগম রোকেয়া পদক
১.রাষ্ট্রীয় পর্যায়ে বেগম রোকেয়া পদক প্রবর্তন করা হয় কবে?
-১৯৯৫ সালে।
২.২০২০ সালে বেগম রোকেয়া পদক লাভ করে কতজন?
-৫ জন।

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার
১.খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার কবে প্রবর্তন করা হয়?
-১৯৯৭ সালে।
২.২০২০ সালের খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-কবি কামাল চৌধুরী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    335 Views
    by bdchakriDesk
    0 Replies 
    658 Views
    by bdchakriDesk
    0 Replies 
    684 Views
    by bdchakriDesk
    0 Replies 
    557 Views
    by tamim
    0 Replies 
    436 Views
    by raja

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]